ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিএড)-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এর জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন করতে হবে আগ্রহীদের।
ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন দ্বারা স্বীকৃত বিপিএড দু’বছরের কোর্স। স্নাতক স্তরে অথবা স্কুলে ফিজিক্যাল এডুকেশন পড়ানোর জন্য বিপিএড ড্রিগ্রি থাকা বাধ্যতামূলক। এটি একটি রেসিডেন্সিয়াল কোর্স। সকাল ৫টা ৫০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ক্লাস চলবে। মাঝে বিরতি পাবেন পড়ুয়ারা। কোর্স মূল্য বছরে ১২ থেকে ১৩ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত প্র্যাকটিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং অ্যাকাডেমিক স্কোরের উপর নির্ভর করে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বরে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, যাঁদের যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে এবং কলেজ, স্কুল অথবা জাতীয় স্তরের কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার, যদি অন্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকে কিন্তু বাধ্যতামূলক বিষয় বা ইলেক্টিভ বিষয় ফিজিক্যাল এডুকেশন থাকে তাঁরাও ভর্তির আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ ও সমস্ত নথি জমা দিতে হবে। একই সঙ্গে প্রবেশিকা পরীক্ষার টাকা জমা দিতে হবে। আগামী ১৯ মার্চ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। নথি জমা দেওয়ার শেষ দিন ২১ মার্চ। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।