ভূগোল নিয়ে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু-তে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে এই কোর্স করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ে ভূগোলে স্নাতকোত্তরের কোর্সটি দু’বছরের। যা সর্বাধিক চার বছরের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। কোর্সের সমস্ত বিষয়বস্তু পড়ানো হবে ইংরেজিতে। মোট ক্রেডিট নম্বর থাকবে ৮০। সংশ্লিষ্ট কোর্সের জন্য বার্ষিক ফি ধার্য করা হয়েছে ১৪,০০০ টাকা।
আরও পড়ুন:
ভূগোলে স্নাতকোত্তর বা এমএসসি-র জন্য আগ্রহীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধু ভূগোল নয়, যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। বর্তমান পড়ুয়ারা ছাড়া কর্মরতরাও সংশ্লিষ্ট কোর্সটি করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এ সংক্রান্ত বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।