একটি বেসরকারি সংস্থার সঙ্গে একযোগে গবেষণার কাজ করবে রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। এমনটা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে প্রকাশ, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারীরা। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘টুওয়ার্ড বিল্ডিং রেসপন্সিবল ইমেজ অ্যান্ড টেক্সট প্রসেসিং টুলস (টিআইি)’। প্রকল্পে অর্থ সহায়তা করবে মহারাষ্ট্রের বেসরকারি সংস্থা পারসিস্টেন্ট সিস্টেম প্রাইভেট লিমিটেড।
ওই প্রকল্পে প্রজেক্ট সায়েন্টিস্ট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৫৬,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।