আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের নিজস্ব বিজ়নেস স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এর এই এমবিএ কোর্সটির মেয়াদ দু’বছর। যাতে রয়েছে চারটি সিমেস্টার। চলতি শিক্ষাবর্ষে মোট ২০০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সের ক্লাস নেবেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা। এ ছাড়াও বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার অভিজ্ঞ পেশাদারদের সঙ্গেও আলাপচারিতার সুযোগ থাকবে। পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ এবং কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকবে।
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসিতে স্নাতকোত্তীর্ণরা। যাঁদের সায়েন্স/ ইকনমিক্স/ কমার্সে মাস্টার্স এবং ব্যাচেলর্সে অঙ্ক/ স্ট্যাটিস্টিক্স থাকবে, তাঁরাও ভর্তির আবেদন জানাতে পারবেন। তবে দু’ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে পড়ুয়াদের।
পড়ুয়াদের ২০২৩-এর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউ বা পিআই-এর মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর মেধার ভিত্তিতে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৮০০ টাকা এবং ১৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন দিন আগামী ৫ ফেব্রুয়ারি। এর পর অনলাইন ইন্টারভিউ হবে মার্চ মাসে এবং ভর্তির জন্য ফল ঘোষণা করা হবে আগামী ১ থেকে ৫ মে-র মধ্যে। ভর্তি বিষয়ক বাকি তথ্য জানতে পড়ুয়াদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy