স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা গবেষণার কাজ শেখার সুযোগ পাবেন। তাঁদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার তরফে সামার রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হবে। গরমের ছুটিতে এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি মেম্বারদের অধীনে থেকে গবেষণার কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। কাজ শেখার পাশাপাশি ইন্টার্নশিপও চলবে। ইন্টার্নশিপ শেষে প্রজেক্ট তৈরি করে তার রিপোর্ট জমা দিলে সেই পড়ুয়াকে শংসাপত্রও দেওয়া হবে।
আরও পড়ুন:
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের নিয়ে রিসার্চ প্রোগ্রাম চলবে। এর জন্য কলকাতায় থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানের হস্টেলে থাকার সুবিধাও থাকছে। তবে, অংশগ্রহণকারীদের আলাদা করে কোনও ফেলোশিপ দেওয়া হবে না।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। অনলাইন পোর্টাল ৯ এপ্রিল পর্যন্ত চালু থাকছে। মেধাতালিকা প্রকাশিত হবে ১৯ এপ্রিল। রিসার্চ প্রোগ্রামের কাজ শুরু হবে ১৯ মে এবং শেষ হবে ১৮ জুলাই। এ বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।