ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) কল্যাণীতে ইন্টার্নশিপ করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে কাজের জন্য ইন্টার্ন প্রয়োজন। শূন্যপদ দু’টি।
‘স্মার্ট অ্যাসিসটিভ সিস্টেম ফর ভিজ়ুয়ালি ইম্পেয়ার্ড’ শীর্ষক প্রকল্পে কাজের জন্য স্নাতক স্তরে পাঠরতদের ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ দেওয়া হবে। ওই কাজের জন্য যাঁরা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউকেশন বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত, তাঁরা সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের কাজের মেয়াদ হবে দু’মাস। মাসে ৫,০০০ টাকা করে ফেলোশিপ বাবদ মোট ১০ হাজার টাকা মিলবে। ওই ফেলোশিপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের তরফে দেওয়া হবে।
১২ নভেম্বর হবে ইন্টারভিউ। প্রার্থীদের ওই দিন আইআইআইটি কল্যাণীর ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। কী কী নথি পাঠাতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy