ইগনু। সংগৃহীত ছবি।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-তে চলতি বছরের জন্য পিএইচডি-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, চলতি বছরের জুলাই পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে ‘রেগুলার মোড’-এ মোট ৩৪টি বিষয়ে পড়ুয়ারা পিএইচডি করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য— সাইকোলজি, নৃতত্ত্ববিদ্যা, ইতিহাস, সমাজবিদ্যা, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ভূগোল, ভূতত্ত্ব, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিত, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, পরিবেশ বিজ্ঞান, ফাইন আর্টস, থিয়েটার আর্টস, সঙ্গীত, নাচ, সোশ্যাল ওয়ার্ক, ম্যানেজমেন্ট, কমার্স, শিশু বিকাশ, বৃত্তিমূলক শিক্ষা, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ়। এ ছাড়াও রয়েছে অন্যান্য বিষয়।
সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি-র জন্য আবেদন জানাতে পড়ুয়াদের ওই বিষয়গুলিতে স্নাতকোত্তরে বা এমফিল ডিগ্রি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, উত্তীর্ণ হতে হবে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) আয়োজিত নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এও। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
পিএইচডি-তে আবেদনকারীরা ইউজিসি নেট জেআরএফ (জুনিয়র রিসার্চ ফেলোশিপ) উত্তীর্ণ হলে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের মেধা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। অন্যদিকে, যাঁরা জেআরএফ ছাড়া শুধু ইউজিসি নেট উত্তীর্ণ, তাঁদের ক্ষেত্রে নেটে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ১৯ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy