যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর একাধিক বিভাগে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, চলতি বছরের ‘অটম সিমেস্টার’-এর জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যার জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের যে সমস্ত স্কুলে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলি হল— অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়াল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস। এই সমস্ত স্কুলে একাধিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। সর্বাধিক দু’টি স্কুলে পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। ‘সেশন’ শুরু হবে আগামী অগস্ট মাসে।
আরও পড়ুন:
পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। এ ছাড়াও প্রতি বিষয়ের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য হয়েছে ২৮ বছর। সংরক্ষিতদের জন্য এ ক্ষেত্রেও ছাড় থাকবে। সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির পর গবেষকদের আইএসিএস/ সিএসআইআর/ ইউজিসি/ ইন্সপায়ার বা অন্য কোনও ফান্ডিং এজেন্সির নির্ধারিত নিয়ম মেনে ফেলোশিপ দেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে যথাক্রমে ৬০০ এবং ১২০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১৪ এপ্রিল। এর পর আবেদনকারীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।