Advertisement
৩০ অক্টোবর ২০২৪
GDCS UG Admission 2023

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সিঙ্গুরের জেনারেল ডিগ্রি কলেজে, জেনে নিন বিশদ

বাংলা-সহ মোট ১৬টি বিষয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ রয়েছে।

General Degree College Singur

জেনারেল ডিগ্রি কলেজ, সিঙ্গুর ছবি: সংগৃহীত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১২:৫৩
Share: Save:

২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন পাঠ্যক্রমের অধীনে চার বছরের অনার্স উইথ মেজর এবং অনার্স উইথ রিসার্চের পাঠক্রম প্রকাশিত হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, সিঙ্গুরের জেনারেল ডিগ্রি কলেজে শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়াদের আবেদন জানানোর পদ্ধতি, ভর্তির ক্ষেত্রের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে দেখে নিন বিস্তারিত।

কোন কোন বিষয় পড়ানো হবে?

বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি, সমাজবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, নৃতত্ত্ব এবং মনোবিদ্যা (ব্যাচেলর অফ আর্টস/ ব্যাচেলর অফ সায়েন্স)— এই বিষয়গুলি চার বছরের স্নাতক পাঠক্রমে পড়ানো হবে।

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরকে উল্লিখিত বিষয়গুলিতে স্নাতকস্তরের পড়ার সুযোগ দেওয়া হবে।

তবে সাঁওতালি বিষয়ে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেলেই হবে।

ভর্তির শর্তাবলি:

  • আগ্রহী পড়ুয়াদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গেই আনুষঙ্গিক তথ্য এবং নথি জমা দিতে হবে।
  • ১ জুলাই, ২০২৩ বেলা সাড়ে ১১টা থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে।
  • ১৫ জুলাই সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
  • মেধাতালিকা ২০ জুলাই প্রকাশিত হবে।
  • অনলাইনেই বাছাই করা শিক্ষার্থীদের কাউন্সেলিং হবে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE