জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর কিছু দিনেই শুরু এ বছরের পরীক্ষা। ইতিহাস পরীক্ষা থাকছে আগামী ১৭ ফেব্রুয়ারি। বহু পড়ুয়ার কাছেই ইতিহাস খুব একটা পছন্দের বিষয় নয়। গুরুত্বপূর্ণ দিনক্ষণ মনে রাখতে অনেকেরই নাজেহাল দশা হয়। অনেক ক্ষেত্রে বিষয়টা খুব একঘেয়েও মনে হয়। তাই পরীক্ষার আগে টেনশন বাড়তে থাকে প্রস্তুতি নিয়ে। এমন পড়ুয়াদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।
প্রথমেই বলে নেওয়া ভাল, দশম শ্রেণির পরিবর্তিত সিলেবাস এবং প্রশ্ন কাঠামোয় মাধ্যমিকে এখন ইতিহাসে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর তোলাটা খুব একটা কঠিন নয়। প্রয়োজন শুধু সঠিক অনুশীলন এবং কিছু কৌশল মেনে চলা।
প্রশ্নকাঠামো: মাধ্যমিক ইতিহাসের লিখিত পরীক্ষায় পূর্ণমান ৯০ নম্বর। বাকি ১০ নম্বর থাকে প্রজেক্টে। মোট ১০০ নম্বরের পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ থাকে। যার মধ্যে 'ক' বিভাগে থাকে ২০ নম্বরের বহু বিকল্পভিত্তিক বা এমসিকিউ প্রশ্ন। বিভাগ 'খ'-তে থাকে ১৬ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন। দু’টি বিভাগ মিলিয়ে মোট নম্বর ৩৬। এর পর 'গ', 'ঘ' এবং 'ঙ' বিভাগে যথাক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণধর্মী প্রশ্ন ও রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন:
কী ভাবে প্রস্তুতি নেবে:
১) পাঠ্যবই ভাল ভাবে খুঁটিয়ে পড়তে হবে।
২) বহু বিকল্পভিত্তিক এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাঙ্ক বা বিভিন্ন টেস্ট পেপার থেকে অনুশীলন করা খুব প্রয়োজন।
৩) সময় ধরে বাড়িতে প্রশ্নের উত্তর লেখা অভ্যেস করতে পারলে সুফল মিলবে।
৪) ২, ৪ এবং ৮ নম্বরের উত্তর লেখার সময়ে প্রাসঙ্গিক তথ্য পয়েন্ট করে দিতে পারলে ভাল। উত্তরের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ বা তথ্যগুলিকে তলায় নীল বা কালো কালি দিয়ে দাগ দিয়ে দিলে সহজেই নজরে পড়বে।
৫) প্রশ্নের ক্রম অনুযায়ী উত্তর লেখাটা খুব জরুরি। প্রতিটি বিভাগের উত্তর লেখার আগে কোন বিভাগের উত্তর লিখতে যাচ্ছ, তা উল্লেখ করলে ভাল।
৬) তিন ঘণ্টা সময় নিয়ে কয়েকটি মক টেস্ট দিতে পারলে নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে বা আর কী কী বিষয় পড়তে হবে— সেটা সহজেই বুঝতে পারা যাবে।
৭) মানচিত্রে স্থান চিহ্নিতকরণের ক্ষেত্রেও অনেক অনুশীলন দরকার।
কী কী ভাল ভাবে দেখে যেতে হবে:
কোনও নির্দিষ্ট অধ্যায় বা বিষয়ের কথা এ ক্ষেত্রে বলা সম্ভব নয়। বিগত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলি ভাল ভাবে দেখে অনুশীলন করে নিতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেখান থেকেই আবার প্রশ্ন এসেছে।
(লেখক নাকতলা হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক)