দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ। প্রতীকী ছবি।
দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইট-https://www.wbhealth.gov.in/pages/career-এ যেতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন অ্যাডমিট কার্ড, মার্কশিট, আবেদনপত্র ইত্যাদির স্বপ্রত্যয়িত ফটোকপি সহ প্রার্থীদের উপস্থিত হতে হবে। এই পদে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত কাজে নিয়োগ করা হবে। তবে ভাল কাজ করলে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
যে পদগুলিতে যতগুলি শূন্য আসনে প্রার্থীদের নিয়োগ করা হল, সেগুলি হল:
১.স্টাফ নার্স, ইউএইচডব্লিউসি: ৩টি
২. মুখ্য স্বাস্থ্য অ্যাকাউন্টেন্ট(শহর), ইউএইচডব্লিউসি: ৪টি
৩. স্টাফ নার্স, পিসি: ১টি
৪. কাউন্সেলর,পিসি: ১টি
৫. মেডিসিন বিষেশজ্ঞ, পিসি: ২টি
৬. শিশুরোগ বিশেষজ্ঞ, পিসি: ২টি
৭. স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, পিসি: ২টি
৮.চক্ষুরোগ বিশেষজ্ঞ, পিসি: ২টি
৯.মেডিক্যাল অফিসার, ইউএইচডব্লিউসি: ৩টি
বেতন কাঠামো:
১.স্টাফ নার্স, ইউএইচডব্লিউসি: মাসিক ২৫,০০০ টাকা
২. মুখ্য স্বাস্থ্য অ্যাকাউন্টেন্ট(শহর), ইউএইচডব্লিউসি: মাসিক ১৩০০০ টাকা
৩. স্টাফ নার্স, পিসি: মাসিক ২৫০০০ টাকা
৪. কাউন্সিলর,পিসি: মাসিক ২০০০০ টাকা
৫. মেডিসিন বিষেশজ্ঞ, পিসি: সপ্তাহে ৩ দিন দৈনিক ৩০০০ টাকা (দিনে অন্তত ৩ ঘণ্টা)
৬. শিশুরোগ বিশেষজ্ঞ, পিসি: সপ্তাহে ৩ দিন দৈনিক ৩০০০ টাকা (দিনে অন্তত ৩ ঘণ্টা)
৭. স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, পিসি: সপ্তাহে ৩ দিন দৈনিক ৩০০০ টাকা (দিনে অন্তত ৩ ঘণ্টা)
৮.চক্ষুরোগ বিশেষজ্ঞ, পিসি: সপ্তাহে ৩ দিন দৈনিক ৩০০০ টাকা (দিনে অন্তত ৩ ঘণ্টা)
৯.মেডিক্যাল অফিসার, ইউএইচডব্লিউসি: মাসিক ৬০,০০০ টাকা
ইন্টারভিউয়ের দিনক্ষণ:
স্টাফ নার্স ইউএইচডব্লিউসি,মুখ্য স্বাস্থ্য অ্যাকাউন্টেন্ট(শহর) ইউএইচডব্লিউসি, স্টাফ নার্স পিসি, কাউন্সিলর পিসি পদের জন্য নিয়োগের ইন্টারভিউটি আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে আয়োজিত হবে। বাকি পদগুলির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০ টা থেকে আয়োজিত হবে।
একই প্রার্থী নানা পদে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য জেনারেল প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। উক্ত পদগুলির জন্য নির্ধারিত যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লিখিত রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy