কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) পরীক্ষার অস্থায়ী (প্রভেশনাল) উত্তর সঙ্কেত প্রকাশিত হয়েছে। দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউএস)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্ল্যাট ২০২৩ এর অস্থায়ী উত্তর সঙ্কেত। প্রার্থীরা ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অস্থায়ী উত্তর সঙ্কেতের বিষয়ে কোনও সমস্যা হলে আপত্তি জানাতে পারবেন।
কী ভাবে দেখতে পারবেন উওর সঙ্কেত:
- https://consortiumofnlus.ac.in/ এনএলইউএস-র এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
- ‘ক্ল্যাট ২০২৩’ লেখার উপর যেতে হবে।
- ‘ক্ল্যাট অ্যানসার কী’ লেখা লিঙ্কে যেতে হবে।
- প্রার্থীরা উত্তর সঙ্কেত দেখতে পেয়ে যাবেন। পরবর্তী প্রয়োজনের জন্য উত্তর সঙ্কেত ডাউনলোড করে রাখতে পারেন।
আরও পড়ুন:
দেখে নিন কী ভাবে উত্তর সঙ্কেতের উপর আপত্তি জানাতে পারবেন:
- এনএলইউএস-র ওয়েবসাইটে গিয়ে ক্ল্যাট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
- ‘সাবমিট অবজেকশন’ লেখায় যেতে হবে।
- প্রশ্ন বা উত্তর সঙ্কেতের উপর কী ধরনের আপত্তি জানাতে চান সেই বিষয়ে পছন্দ করতে হবে।
- আপত্তির বিষয়ে বিস্তারিত লিখে ‘সাবমিট’ করতে হবে।
- প্রতি আপত্তির উপর ১০০০ টাকা করে জমা করতে হবে।
অফলাইনের মাধ্যমে গত ১৮ ডিসেম্বর ক্ল্যাট ২০২৩-র পরীক্ষা আয়োজিত হয়েছিল। চূড়ান্ত উত্তর সঙ্কেত আগামী ২৪ ডিসেম্বর ২০২২-এ প্রকাশিত হতে পারে।