Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
CISCE Date Sheet 2025

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র সময়সূচি, পরীক্ষা শুরু ফেব্রুয়ারি থেকে

আইসিএসই-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:০১
Share: Save:

প্রকাশিত হল ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। সোমবার সন্ধ্যাবেলা কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত সূচি। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

আইসিএসই-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা দু’লক্ষ ৫৩ হাজার ৩৮৪। ছাত্র এক লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা এক লক্ষ ১৮ হাজার ১১৬। মোট স্কুল রয়েছে দু’হাজার ৮০৩টি। এর মধ্যে রয়েছে ভারত এবং তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন স্কুল। বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে অথবা সকাল ১১টা থেকে। পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা।

আইএসসি-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ ৬৭ হাজার। ছাত্র ৫২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা এক হাজার ৪৬১। এর মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিভিন্ন স্কুল। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার (ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম স্টিল লাইফ)-এর সমস্ত পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে। সমস্ত পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে।

অন্য বিষয়গুলি:

Council for the Indian School Certificate Examinations ICSE ISC ICSE ISC exam date sheet 2025
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy