একটি স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী প্রকল্পে কেন্দ্রীয় সংস্থার দ্বারা অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে। গবেষণা প্রকল্পটির নাম— ‘পোলারিটন ইন্ডিউসড রিভার্স ইন্টারসিস্টেম ক্রসিং ডায়নামিক্স ফর আন্ডারস্ট্যান্ডিং দি এফিসিয়েন্সি অফ মডার্ন ডিসপ্লে ডিভাইসেস’।
আরও পড়ুন:
-
জুলাইয়ের কেন্দ্রীয় টেটের জন্য আবেদনের মেয়াদ বাড়াল সিবিএসই, আবেদনের শেষ দিন কবে?
-
তিন মাস ব্যাপী সার্টিফিকেট কোর্সের সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে?
-
যাদবপুরের আইএসিএসে ইন্টিগ্রেটেড ব্যাচেলর্স-মাস্টার্স-সহ বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ
-
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে প্রফেসর-সহ একাধিক পদে নিয়োগ, কী ভাবে আবেদন জানাবেন?
-
এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডে চাকরির সুযোগ, নিয়োগ ৬৩টি শূন্যপদে
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এই প্রকল্পে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হলেও পরবর্তী কালে এই মেয়াদ বাড়তে পারে। জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে। মেয়াদ বৃদ্ধি পেলে এবং পদোন্নতি ঘটলে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ বেড়ে হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া উভয় ক্ষেত্রেই বাড়িভাড়া বাবদ ২৪ শতাংশ ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ১৯ এপ্রিল। এর পর এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। আগামী ২৪ এপ্রিল দুপুর ৩টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।