কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ আর্টস এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স - মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
তালিকায় আছে আরবি, প্রত্নতত্ত্ব, বাংলা, বুদ্ধিস্ট স্টাডিজ়, কমপ্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ় অ্যান্ড লিটারেচার, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইতিহাস, ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি, ইন্টিগ্রেটেড বি.এলআইবি.আই.এসসি-এম.এলআইবি.আই.এসসি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ভাষাতত্ত্ব (লিঙ্গুয়েস্টিকস), জাদুবিদ্যা (মিসুয়োলজি), পালি, ফার্সি, দর্শন, রাস্ট্রবিজ্ঞান, রাশিয়ান, সংস্কৃত, সমাজবিদ্যা, উর্দু-সহ নানা বিষয়। যা পড়ানো হবে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘নোটিস’ বিভাগে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy