Advertisement
E-Paper

ইন্টারভিউয়ের মাধ্যমে হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিভিন্ন ব্লক ও পুরসভায় প্রার্থী নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হুগলির জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৪
Share
Save

হুগলি জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন ব্লক ও পুরসভায় প্রার্থী নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হুগলির জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরই এই পদে নিযুক্ত করা হবে। আগ্রহীরা হুগলি জেলার ওয়েবসাইটে গিয়ে অথবা https://hooghly.nic.in/notice/walk-in-interview-for-retired-persons-for-engagement-as-additional-inspector-bcw-td/-লিঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তথ্যের উল্লেখ করা হয়েছে, সেগুলি হল--

শূন্যপদের সংখ্যা: ১১টি

প্রয়োজনীয় যোগ্যতা: ইন্সপেক্টর/ এক্সটেনশন অফিসার/ ব্লক স্তরে হেড ক্লার্ক পদ বা অন্য পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

বয়ঃসীমা: আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছর থেকে ৬৪ বছরের মধ্যে।

চাকরির মেয়াদ: প্রাথমিক ভাবে ১ বছর। পরে এই সময়সীমা বাড়তেও পারে।

বেতন কাঠামো: মাসিক ১২,০০০ টাকা।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: ১৬ জানুয়ারি। চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট স্থানে সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে হাজির হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান: হুগলির জেলাশাসক ও কালেক্টরের অফিসের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দোতলায় গতিধারা মিটিং হলে ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত থাকতে হবে।

BACKWARD CLASSES WELFARE DEPARTMENT & TRIBAL DEVELOPMENT DEPARTMENT Hooghly additional inspector Recruitment Retired Persons Employment Jobs Walk in Interview West Bengal Jobs in West Bengal

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy