আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখে অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) হতে চলেছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লির তরফ থেকে পরীক্ষাটি আয়োজন করা হয়েছে। সকাল ১১টা এবং দুপুর সাড়ে ১২টার মধ্যে হবে পরীক্ষা। এআইএলইটি ২০২৩-এর এই প্রবেশিকা পরীক্ষাটি হচ্ছে ২০২৩ থেকে ২০২৪ বর্ষের বিএ এলএলবি, এলএলএম এবং পিএইচডি কোর্সের জন্য।
আরও পড়ুন:
https://nationallawuniversitydelhi.in/ এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এআইএলইটি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে। এর পর পরীক্ষার্থীরা লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।
বিএ এলএলবি, এলএলএম এবং পিএইচডি কোর্সের প্রবেশিকা পরীক্ষায় যদি কোনও পরীক্ষার্থী এমসিকিউ প্রশ্নপত্রের কোনও প্রশ্নের ভুল উত্তর দেন তা হলে ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডে দেওয়া সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।