পহেলগামের ঘটনা যাঁদের চোখের সামনে ঘটল, কেমন আছেন তাঁরা? প্রিয়জনের বিয়োগও মানুষ এক দিন সামলে ওঠে, হাসে, ঘুমোয়, হয়তো বেড়াতেও যায় আবার। কিন্তু কাশ্মীর-ফেরত এই জীবিতদের, শোকে আঘাতে স্তব্ধ মানুষগুলির মনের দীর্ঘ ও গভীর শুশ্রূষা প্রয়োজন, বলছেন চিকিৎসকরা। ওঁরা কেউ পাথর, কেউ বিনিদ্র অস্থির, দুঃস্বপ্ন ভেবে শিউরে উঠছেন কেউ। মুম্বইতে পুরসভার তরফে হাসপাতালে ব্যবস্থা হয়েছে কাউন্সেলিং, ওষুধের। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)