Advertisement
২২ নভেম্বর ২০২৪
Sanjay Kumar Mishra ED

ইডি-তে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ল

মোদী জমানায় তিনি ইডি-র ডিরেক্টর পদে বছরের পর বছর থাকবেন। অনেকেই আবার জানেন না, রাজস্ব অফিসার হিসেবে তাঁর কাজের শুরু যোগী আদিত্যনাথের দুর্গ গোরক্ষপুরে।

ক্ষমতাসীন: ইডি-র অধিকর্তা হিসাবে আরও এক বছর থাকবেন সঞ্জয় কুমার মিশ্র

ক্ষমতাসীন: ইডি-র অধিকর্তা হিসাবে আরও এক বছর থাকবেন সঞ্জয় কুমার মিশ্র

প্রেমাংশু চৌধুরী, অনমিত্র সেনগুপ্ত
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ০৫:৪২
Share: Save:

তাঁর বাহিনীর দাপটে বিরোধী শিবির তটস্থ। বিরোধীদের অভিযোগ— তিনি, ইডি-র অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রই নাকি নরেন্দ্র মোদী সরকারের প্রধান অস্ত্র। ইডি-র শীর্ষপদে মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়ল। অনেকে বলেন, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় আয়কর দফতরে তিনি নয় বছর আমদাবাদে কাজ করেছেন। তখনই ভাগ্যের লিখন ঠিক হয়েছিল, মোদী জমানায় তিনি ইডি-র ডিরেক্টর পদে বছরের পর বছর থাকবেন। অনেকেই আবার জানেন না, রাজস্ব অফিসার হিসেবে তাঁর কাজের শুরু যোগী আদিত্যনাথের দুর্গ গোরক্ষপুরে। তবে শুধু মোদী-যোগী নয়। অর্থ দফতরের যুগ্মসচিব হিসেবে মিশ্র প্রণব মুখোপাধ্যায় থেকে পি চিদম্বরমের অধীনেও কাজ করেছেন। ক্ষমতা যতই বাড়ুক, লখনউয়ের মিশ্র এখনও উর্দু শায়েরির প্রতি প্রেম ধরে রেখেছেন। তাঁর বাড়ির টেবিলে তদন্তের ফাইলের পাশেই নাকি রাখা থাকে মির্জ়া গালিব থেকে ফৈজ় আহমেদ ফৈজ়ের কবিতার বই।

সেই ট্র্যাডিশন...

তিন দশক আগে পিতা প্রকাশ সিংহ ছিলেন বিএসএফ-এর ডিজি। ছেলে পঙ্কজ কুমার সিংহ হিন্দু কলেজের পদার্থবিদ্যার স্নাতক। ইউপিএসসি-র মাধ্যমে প্রথম চাকরি ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসে। কিন্তু বাবার মতো আইপিএস-এর উর্দি চড়াতে হবে, সেই জেদে দ্বিতীয় বার পরীক্ষায় বসেন। ১৯৮৮-তে রাজস্থান ক্যাডারের আইপিএস হয়ে কাজে যোগদান। পরে দিল্লিতে সিবিআই-এ পোস্টিং। জম্মু-কাশ্মীরের কুখ্যাত যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আনেন। পরে বিএসএফের স্পেশাল ডিজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে গত বছর বিএসএফের ডিজি হিসাবে পূর্ণ সময়ের দায়িত্ব নেন। বাবা-ছেলের কোনও বাহিনীর শীর্ষপদে বসার বিরল নজির গড়েন। বছর দেড়েকের মেয়াদ শেষ করে এ বছরের শেষ দিনে অবসর নিতে চলেছেন তিনি। তাঁর বড় মেয়েও বাড়ির ঘরানা মেনেই আমলা— তবে আইপিএস নন, আইএএস!

মেদ ঝরানোর উপায়

যোগব্যায়াম বা খাবার কম করেও যা পাওয়া যায় না, তা অনায়াসে মেলে জেলে ঢুকলেই। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দুর্নীতির অভিযোগে তিহাড় জেলে বন্দি। গত পাঁচ মাসে তাঁর ওজন নাকি ৩৪ কিলোগ্রাম কমেছে বলে দাবি তাঁর আইনজীবীর। দাবি উঠতেই সত্যেন্দ্রের জেলের মধ্যে পরিপাটি ভোজনের গোপন ভিডিয়ো হাজির। জেল কর্তৃপক্ষ বলছেন, ওজন কমেছে কোথায়, বরং আট কিলোগ্রাম বেড়েছে সত্যেন্দ্রের। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু নাকি ছয় মাসেই ৩৪ কিলোগ্রাম ওজন ঝরিয়ে ফেলেছেন। বেপরোয়া গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে হত্যায় দোষী প্রাক্তন ওপেনারের এক বছরের জেল হয়েছে। ছয় মাসেই ওজন কমেছে ৩৪ কিলোগ্রাম, বাকি ছয় মাসে চালিয়ে খেলে আর কতটা ওজন সিধু কমাতে পারেন, এখন সেটাই দেখার।

দায়িত্ব: নির্বাচন কমিশনার অরুণ গয়াল

দায়িত্ব: নির্বাচন কমিশনার অরুণ গয়াল

ওস্তাদের মার...

অনেকে প্রথম রাউন্ডে হেরে গিয়েও শেষে বাজিমাত করেন। নতুন নির্বাচন কমিশনার অরুণ গয়ালের কেরিয়ার তেমনই। পঞ্জাব ক্যাডারের এই আইএএস অফিসার ইউপিএ জমানায় দিল্লি ডেভলপমেন্ট অথরিটি-র উপাধ্যক্ষ ছিলেন। বিজেপি সরকারের আমলে শ্রম মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে কাজ শুরু করেন। তাঁর ব্যাচের সবাই যখন সচিব হয়ে গিয়েছেন, তিনি তখনও অতিরিক্ত সচিব। সচিবের তালিকায় নাম ওঠেনি। যখন উঠল, সংস্কৃতি সচিব হলেন। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের দায়িত্ব এসে পড়ল। শুরু হল বিভিন্ন সংস্থায় আসীন আরএসএস নেতাদের সঙ্গে ওঠাবসা। প্রচারের আড়ালে থেকে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের তুলে ধরার ভাবনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। তাতেই নাকি প্রধানমন্ত্রীর নেকনজরে পড়েন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত লাল ফিতের ফাঁস কাটিয়ে তাঁকে নির্বাচন কমিশনার করেছে মোদী সরকার। সুপ্রিম কোর্ট এ বার তা নিয়েই প্রশ্ন তুলেছে।

রাহুল গান্ধীর মানত?

প্রায় তিন মাস হতে চলল রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন। পদযাত্রা আরও দু’মাস চলবে। তিন মাসে রাহুল গান্ধীর দাড়ি, মাথার চুল বেড়েছে। কিন্তু তিনি চুল-দাড়ি কিছুই কাটছেন না। কেন গোঁফ-দাড়ি কাটছেন না— উত্তরও মিলছে না। মল্লিকার্জুন খড়্গে কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের সময় রাহুল এক বারই যাত্রা ছেড়ে দিল্লি এসেছিলেন। সবাই ভেবেছিলেন, চেনা নাপিতের কাছে চুল-দাড়ি ছেঁটে ফিরবেন। কিন্তু পুরনো রূপেই দিল্লি ছেড়েছেন রাহুল। কংগ্রেসের অনেকের ধারণা, তিনি মানত করেছেন। একেবারে যাত্রা শেষ হলেই চুল-দাড়ি কাটবেন!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy