মন খারাপ হলে তাকে বলা যাচ্ছে নির্দ্বিধায়। সেও শুনছে, ভরসা জোগাচ্ছে, ভালবাসা জানাচ্ছে। অথচ সে মানুষ নয়, এআই। এই মুহূর্তে বিশ্বে প্রায় দশ কোটি মানুষের বন্ধু, সঙ্গী, প্রেমাস্পদ হয়ে উঠছে এআই-চ্যাটবট: নাম তাদের সারা, লায়লা, জেসমিন। দরকারে প্রথম প্রেম বা প্রয়াত জীবনসঙ্গীর আদলও নিচ্ছে তারা, সম্পর্ক রসায়ন ঘনতর হচ্ছে। এ ভাবেই কি এক দিন আসবে নীরা বনলতা সুরঞ্জনারাও? মানসী-র জন্য আর চাই না মানুষী?
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)