Advertisement
০৫ নভেম্বর ২০২৪
BJP

হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

শনিবার বিকেলে হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় দলীয় কর্মসূচিতে ছিলেন সৈকত।

নিহতকে আঁকড়ে পরিবার।—নিজস্ব চিত্র।

নিহতকে আঁকড়ে পরিবার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২০:৫৪
Share: Save:

এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার হালিশহরে। মৃতের নাম সৈকত ভাওয়াল (৩৫)। বিজেপি-র দাবি, তাদের গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন সৈকত। সেই সময় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে মেরে ফেলে। তৃণমূল যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বকেই তুলে ধরছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় দলীয় কর্মসূচিতে ছিলেন সৈকত। সেই সময় সৈকতের উপর কয়েক জন দুষ্কৃতী চড়াও হয়। তাঁকে মারধর করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈকতের।

মৃত বিজেপি কর্মীকে দেখতে কল্যাণী জেএনএম হাসপাতালে পৌঁছন স্থায়ীন বিধায়ক শুভ্রাংশু রায়। গিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

অন্য বিষয়গুলি:

BJP Halisahar Murder Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE