দলটির নাম ‘নকশি কাঁথা’। ন’জন তরুণ শিল্পী একসঙ্গে প্রদর্শনী করেছেন। গৌরবের ভাস্কর্যে ব্যাঙ, শামুক ইত্যাদি উভচর প্রাণীর নিবিষ্ট অনুধ্যান। বিপ্লবের কাজে অজস্র তরুণ মুখের সমাহার। জলরঙে নিসর্গ এঁকেছেন মিলন ও তরুণ। সুদীপ ঐতিহ্যগত আঙ্গিকে এঁকেছেন কৃষ্ণ ও রাধার আলেখ্য। পিয়ালি ওরলি আদিবাসী-আঙ্গিক ব্যবহার করে গ্রামীণ নিসর্গ রূপায়িত করেছেন। অভীক মহাভারতের দ্রৌপদীকে নিয়ে কাজ করেছেন।
প্রদর্শনী
চলছে
অ্যাকাডেমি: • অর্ঘ্য দীপ্ত কর ১৪ থেকে ১৯ পর্যন্ত।
ইলোরা আর্ট: • রেবা মুখোপাধ্যায় ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy