Advertisement
০৭ নভেম্বর ২০২৪
LPG

Cooking Gas: কেন রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে? সিলিন্ডার পিছু কত কর নেয় কেন্দ্র ও রাজ্য

দাম কমানোর একটা উপায় রয়েছে। অতীতের মতো বেশি হারে কেন্দ্র রান্নার গ্যাসে ভর্তুকি চালু করতেই পারে। সম্প্রতি সেই দাবি তুলেছেন মমতা।

কলকাতায় সিলিন্ডার এখন হাজার টাকার উপরে।

কলকাতায় সিলিন্ডার এখন হাজার টাকার উপরে। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৫:৫৩
Share: Save:

দেশে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। ৪৫ দিনের ব্যবধানে সিলিন্ডার পিছু দাম বাড়ল ১০০ টাকা। এর আগে গত ২২ মার্চ ৫০ টাকা বেড়েছিল সিলিন্ডার প্রতি দাম। আবার শুক্রবার মধ্যরাতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়ে গেল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে গুনতে হবে ১ হাজার ২৬ টাকা। গত কয়েক বছরের হিসেব করলে দেখা যাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। শনিবার এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। দলের দাবি, নরেন্দ্র মোদী জমানায় আড়াই গুণ দাম বেড়েছে রান্নার গ্যাসের।

অন্য দিকে, বিজেপি শিবিরের দাবি, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামই দিন দিন মহার্ঘ হচ্ছে। তারই জেরে রান্নার গ্যাসের দাম বাড়ছে। শুধু গৃহস্থালীর গ্যাসই নয়, বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দামও বেড়েছে। এই মুহূর্তে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার ৪৪৫ টাকা।

তবে সাম্প্রতিক বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যের যুদ্ধের কথা। তার জেরে পেট্রল, ডিজেলের দামও দিন দিন বেড়েই চলেছে। এই দুই জ্বালানির ক্ষেত্রে দাম কমাতে কেন্দ্র কর বা রাজ্য ভ্যাট কমাতে পারে। কিন্তু রান্নার গ্যাসের ক্ষেত্রে আলাদা করে কর কমানোর উপায় নেই কেন্দ্র বা রাজ্যের। কারণ, দেশে পণ্য পরিষেবা কর চালু হওয়ার সময় থেকেই রান্নার গ্যাসের উপরে পাঁচ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। এর সমান সমান ভাগ পায় কেন্দ্র ও রাজ্য।

তবে দাম কমানোর একটা উপায় রয়েছে। অতীতের মতো বেশি হারে কেন্দ্র রান্নার গ্যাসে ভর্তুকি চালু করতেই পারে। সম্প্রতি সেই দাবিই তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা নিয়ে বৈঠকে মোদী যখন রাজ্যকে পেট্রল, ডিজেলের উপর থেকে রাজ্যের ভ্যাট কমানোর আর্জি জানান তখনই রাজ্যের পক্ষে এই দাবি তোলা হয়। মমতা সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘‘এখনই সিলিন্ডার পিছু ৩০০ টাকা দাম কমানো হোক। দু’টাকা কেজি চাল ফোটাতে হচ্ছে হাজার টাকার গ্যাসে।’’

অন্য বিষয়গুলি:

LPG cooking gas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE