Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
VIVO

সাত হাজারের নীচে নয়া স্মার্টফোন আনলো ভিভো, দেখে নিন ফিচারর্স

ভিভো ওয়াই৯০ ফোনটি একদম এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড হলেও এই ফোন ক্রেতাদের মন কাড়বে বলেই দাবি এই মোবাইল সংস্থাটির।

বাজারে আসছে নতুন ভিভো ওয়াই৯০। ছবি: টুইটার।

বাজারে আসছে নতুন ভিভো ওয়াই৯০। ছবি: টুইটার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১১:৩২
Share: Save:

ফোনের বাজারে ভিভো ক্রেতাদের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। সেই কথা মাথায় রেখেই চলতি মাসেই আরও একটি নতুন ফোন আনতে চলেছে এই মোবাইল সংস্থাটি। ভিভো ওয়াই৯০ ফোনটি একদম এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড হলেও এই ফোন ক্রেতাদের মন কাড়বে বলেই দাবি এই মোবাইল সংস্থাটির।

মধ্যবিত্তদের নাগালেই রাখা হয়েছে এই ফোনটির দাম। ভিভো ওয়াই৯০-এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা।

এই ফোনে থাকছে ডুয়াল সিমের সুবিধা। ভিভো ওয়াই৯০-তে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও আর অপারেটিং সিস্টেমে থাকছে ফানটাচ ৪.৫। ফোনে থাকছে ৬.২২ ইঞ্চি এইচডি স্ক্রিন। ওয়াই৯০তে রয়েছে কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২২ এসওসি। ফোনটির দ্রুত কাজ করার ক্ষমতার জন্যে থাকছে ২জিবি র‍্যাম।

ওয়াই৯০ এই মডেলটি মোবাইল-ক্যামেরাপ্রেমীদের জন্যেও নিয়ে এসেছে সুখবর। এই মডেলটিতে থাকছে ৮ মেগাপিক্সলের ক্যামেরা। আর তার সঙ্গেই এফ/২.০ অ্যাপারচার যার ফলে কম আলোতেও তোলা যাবে ঝকঝকে ছবি।

আরও পড়ুন: মোবাইল ফোনের আমদানিতে শীর্ষে চিনা সংস্থা শাওমি

এ ছাড়াও এই ফোনে থাকছে আরও ফিচার্স, ফোনের স্টোরেজে থাকছে ১৬জিবি আর মেমরি কার্ড নিয়ে তা বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ৪০৩০ এমএএইচ ব্যাটারি, এফএম রেডিও। ফোনটিতে রয়েছে ৪জি এলইটির সুবিধা। থাকছে ব্লুটুথ, জিপিএস। এই ফোনেই ভিভো প্রথম ইউএসবি-ওটিজির সুবিধা আনছে। ফলে খুব সহজেই ফোন থেকে কম্পিউটার বা ল্যাপটপে ফাইল দেওয়া নেওয়া করা যাবে।

বাজারে এই ফোন ভালই ক্রেতা টানবে বলে দাবি করেছে এই সংস্থা।

অন্য বিষয়গুলি:

VIVO SmartPhone Android Oreo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy