আইপিএলের প্রথম ম্যাচেই জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে মাত্র ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর (আরসিবি) ব্যাটিং স্তম্ভ কিং কোহলি এ বারের টুর্নামেন্টে পাচ্ছেন ২১ কোটি টাকা। গত বছরের থেকে ৪০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে তাঁর।
আইপিএল থেকে এ-হেন বিপুল রোজগারের কারণে কত টাকা আয়কর দেবেন কোহলি? নতুন আর্থিক বছর (পড়ুন ২০২৫-’২৫) শুরু হওয়ার আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। আরসিবির বেতনভোগী কর্মী নন বিরাট। চুক্তির ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। আর তাই আয়কর আইনের ২৮ নম্বর ধারা মেনে ‘ব্যবসা এবং পেশা’ শ্রেণিতে হবে তাঁর করের হিসাব।
বর্তমানে দেশে দু’টি কর কাঠামো চালু রয়েছে। একটি নতুন এবং অপরটি পুরনো কর ব্যবস্থা। আয়কর দেওয়ার ক্ষেত্রে কিং কোহলি যে কোনও একটি বেছে নিতে পারেন। নতুন কাঠামোয় বিরাট সর্বোচ্চ আয়কর স্ল্যাবের আওতায় পড়ছেন। অর্থাৎ আইপিএল থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর দিতে হবে তাঁকে।
নতুন কর ব্যবস্থায় মোট ছ’টি স্ল্যাব রয়েছে। এর মধ্যে সর্বশেষ স্ল্যাবটিতে বলা হয়েছে, বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর নেবে সরকার। সেই হিসাবে ২১ কোটির ক্ষেত্রে বিরাট দেবেন ৬.৩ কোটি টাকা। এ ছাড়া ৫ কোটি টাকার বেশি আয়ের কারণে তাঁর উপর প্রযোজ্য হবে ২৫ শতাংশ অতিরিক্ত সার চার্জ।
পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা সেস সংক্রান্ত আরও কিছু টাকা কাটা যাবে বিরাটের আইপিএলের চুক্তি থেকে। সব মিলিয়ে আনুমানিক ৮.১৯ কোটি টাকা আয়কর দফতরে জমা করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। অর্থাৎ ১২.৮১ কোটি টাকা ঘরে নিয়ে ফিরবেন তিনি।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে আয়কর সংক্রান্ত একটি ধারণা দেওয়া হয়েছে মাত্র। এটি বিরাট কোহলির আয়করের পূর্ণ তথ্য নয়।)
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ