Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Nirmala Sitharaman

এমএসপির হিসাব বদলের দাবি বৈঠকে

গত কয়েক বছরে মোদী সরকারকে যে সমস্ত বিষয় অস্বস্তিতে ফেলেছে, সেগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে কৃষি। লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত আসনের কাছাকাছি পৌঁছতে না পারার পিছনে কৃষক আন্দোলনকে অন্যতম কারণ বলে মনে করা হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৩
Share: Save:

পিএম কিসান প্রকল্পে কৃষকদের প্রাপ্য টাকা বাড়ানো, কম সুদে কৃষি ঋণ, কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পণ্যের জিএসটি হ্রাস, ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) হিসাব বদল-সহ বিভিন্ন দাবি উঠে এল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কৃষক সংগঠন এবং বণিকসভাগুলির বৈঠকে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি লোকসভায় নির্মলার বাজেট পেশ করার কথা। তার আগে মতামত নেওয়ার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শুরু করেছেন তিনি।

গত কয়েক বছরে মোদী সরকারকে যে সমস্ত বিষয় অস্বস্তিতে ফেলেছে, সেগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে কৃষি। লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত আসনের কাছাকাছি পৌঁছতে না পারার পিছনে কৃষক আন্দোলনকে অন্যতম কারণ বলে মনে করা হয়। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই পরিস্থিতি অনেকটাই সামলে এনেছে মোদী সরকার। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তাদের প্রমাণ। তবে তারা আর ঝুঁকি নিতে চাইছে না। আজকের দু’ঘণ্টার বৈঠকে ভারত কৃষক সমাজ, ভারতীয় কিসান ইউনিয়ন-সহ সংগঠনগুলি তোলা দাবির মধ্যে রয়েছে—

  • এমএসপির হিসাবের মধ্যে জমির ভাড়া, মজুরি, কৃষি পরবর্তী খরচকে যুক্ত করা।
  • কৃষি ঋণে সুদের হার ১ শতাংশে নামিয়ে আনা।
  • পিএম কিসান প্রকল্পে বার্ষিক সহায়তার অঙ্ক ১২,০০০ টাকা করা।
  • ছোট কৃষকদের ফসল বিমার প্রিমিয়াম শূন্যে নামানো।
  • কৃষি ক্ষেত্রের যন্ত্র, সার, বীজকে জিএসটির বাইরে নিয়ে আসা।

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Union Finance Minister Farmers Union PM Kisan Yojana Farmers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy