অর্থনীতি যখন অনিশ্চয়তা আর উদ্বেগে কাবু, তখন সোনা পেরিয়ে গেল ৫২ হাজার টাকা। বুধবার কলকাতায় পাকা সোনা দাঁড়াল জিএসটি নিয়ে ৫২,২৭২ টাকা। রুপোর বাট কর সমেত ৬০,৬৯৭। বিশেষজ্ঞদের মতে, নাগাড়ে লগ্নিই এর কারণ। যে সব বিনিয়োগকারীর হাতে পুঁজি রয়েছে, তাঁদের অনেকেই ভরসা রাখছেন সোনা, রুপোয়।
করোনা হানার বহু আগেই বাড়তে শুরু করেছিল মূলত সোনায় লগ্নি। যা খোলা বাজারে তার দরকে করে আকাশছোঁয়া। মার্কিন-চিন শুল্ক যুদ্ধ, আমেরিকা-ইরান কূটনেতিক ও আর্থিক সম্পর্কের টানাপড়েন, এ সবের জেরে বিশ্ব অর্থনীতির শ্লথ হওয়ার মতো নানা কারণে সারা পৃথিবীতে লগ্নির ক্ষেত্রগুলি বহু দিন ধরে অনিশ্চিত। শেয়ার, বিদেশি মুদ্রার বাজার থেকে অনেকে মুখ ফিরিয়েছেন মূলত সোনায়। তাই গত এক বছর আন্তর্জাতিক দুনিয়ায় তা দামি হয়েছে। তাল মিলিয়ে ভারতেও চড়েছে দর। এ বার অনিশ্চয়তা আরও বাড়িয়ে সোনাকে অক্সিজেন দিচ্ছে করোনা।
মূলধনী বাজার নিয়ে গবেষণাকারী সংস্থা টিকারপ্ল্যান্টের সিইও অরিন্দম সাহা বলছেন, “করোনা যুঝতে বহু দেশের সরকার আর্থিক প্রকল্প আনায় বিশ্ব বাজারের একাংশে নগদ জোগান বেড়েছে। তারই একটা অংশ সোনা, রুপোয় লগ্নি হচ্ছে। ফলে প্রায় প্রতি দিনই দাম বাড়ছে। শুধু মার্কিন লগ্নিকারীরাই ইটিএফ মারফত এপ্রিল-জুনে সোনা কিনেছেন ৭৩৪ টন।’’ তাঁর দাবি, নিজেদের দেশের আর্থিক ব্যবস্থাকে পোক্ত রাখতে প্রায় সব দেশের সরকার ও শীর্ষ ব্যাঙ্কও সোনা কিনছে। অনেকের মতে, ব্যাঙ্কে সুদ কমাও সোনায় লগ্নি বাড়ার কারণ।
শিখর
তারিখ দর*
পাকা সোনা রুপোর বাট
• ৯ জুলাই ৫০,০৬০ ৫১,৭১০
• ১০ জুলাই ৪৯,৯৬০ ৫১,৩২০
• ১১ জুলাই ৪৯,৭৭০ ৫১,২২০
• ১৩ জুলাই ৪৯,৯৪০ ৫২,১০০
• ১৪ জুলাই ৪৯,৭৭০ ৫১,৯০০
• ১৫ জুলাই ৪৯,৯৬০ ৫২,৫৯০
• ১৬ জুলাই ৪৯,৯১০ ৫২,৪৯০
• ১৭ জুলাই ৪৯,৭২০ ৫২,১০০
• ১৮ জুলাই ৪৯,৮৬০ ৫২,৭৮০
• ২০ জুলাই ৪৯,৮১০ ৫২,৬৮০
• ২১ জুলাই ৫০,০১০ ৫৪,৮৩০
• ২২ জুলাই ৫০,৭৫০ ৫৮,৯৩০
* ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম। রুপোর দর কেজিতে, (দাম টাকায় এবং জিএসটি বাদে)
বৃদ্ধির কারণ
• আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
• বিশ্ব জুড়ে আর্থিক সমস্যা তৈরি হওয়ায় শেয়ার, বিদেশি মুদ্রা ইত্যাদি ক্ষেত্রে লগ্নিতে অনিশ্চয়তা।
• লগ্নিতে গতি আনতে সুদ কমছে ভারতের মতো বেশ কিছু দেশে। ফলে সোনা বেশি রিটার্ন দেবে বলে মনে করছেন অনেকে।
• সব মিলিয়ে নিরাপদ লগ্নির গন্তব্য হিসেবে সোনাকে বাছছেন বিনিয়োগকারীরা। বিশেষত বাড়ছে মার্কিন এক্সেচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে সোনায় লগ্নি।
• সোনা কিনছে বহু দেশের সরকার এবং শীর্ষ ব্যাঙ্কও।
• আগামী দিনে আরও দাম বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে জানান, “মাত্র ৫ মাসে ভারতে পাকা সোনা জিএসটি সমেত ১০ হাজার টাকা বেড়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy