Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lithium

লিথিয়ামের রয়্যালটির হার চূড়ান্ত

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, লিথিয়াম এবং নিওবিয়ামের ক্ষেত্রে ৩% করে রয়্যালটি স্থির হয়েছে। রেয়ার আর্থ এলিমেন্টসের (আরইই) ক্ষেত্রে তা ১%।

An image of Lithium

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ০৫:৩১
Share: Save:

লিথিয়াম-সহ কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে স্বত্ব থেকে আয়ের (রয়্যালটি) হার স্থির করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যাতে সেগুলির খনি নিলামে অংশ নেওয়ার পরিকল্পনা তৈরি করতে সুবিধা হয় আগ্রহী সংস্থাগুলির। এর ফলে নিলামের মাধ্যমে ওই সব খনি বিক্রি করা কেন্দ্রের পক্ষে সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, লিথিয়াম এবং নিওবিয়ামের ক্ষেত্রে ৩% করে রয়্যালটি স্থির হয়েছে। রেয়ার আর্থ এলিমেন্টসের (আরইই) ক্ষেত্রে তা ১%। খনিজগুলি বিক্রির গড় মূল্য নির্ধারণের পদ্ধতিও চূড়ান্ত হয়েছে। এর ফলে নিলামের মাপকাঠিগুলি ঠিক করাও সম্ভব হবে।

জরুরি খনিজ পদার্থ দেশের আর্থিক উন্নয়ন ও জাতীয় সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারত জ্বালানি ক্ষেত্রে যে পরিবর্তনের পথে হাঁটার লক্ষ্যমাত্রা নিয়েছে, চেষ্টা করছে দূষণহীন জ্বালানির ব্যবহার বৃদ্ধির, তার জন্য লিথিয়াম এবং আরইই গুরুত্ব পাচ্ছে। খনি মন্ত্রক জানিয়েছে, ওই সমস্ত পদার্থের রয়্যালটি নির্দিষ্ট ভাবে স্থির না করলে, তা হত গড় মূল্যের ১২%। যা অত্যান্ত চড়া। শেষ পর্যন্ত রয়্যালটি সংক্রান্ত আয়ের নীতি চূড়ান্ত হল।

সম্প্রতি কাশ্মীরে লিথিয়ামের বিপলু ভান্ডারের হদিস মিলেছে। ভারত উন্নত দুনিয়ার মতোই বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে জোরও দিচ্ছে। সে ক্ষেত্রে লিথিয়াম পাওয়া গেলে মিললে তা দিয়ে উন্নত মানের ব্যাটারি তৈরি করা সম্ভব হবে। এ বার তার খনি নিলামে উদ্যোগী হতে পারে কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

Lithium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE