মাত্রাছাড়া গতিতে এগোচ্ছে সোনা। ক্রমশ দূরে সরছে সাধারণ রোজগেরে মধ্যবিত্ত মানুষের নাগাল থেকে। মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম খুচরো সোনার দাম এই প্রথম পৌঁছেছে ৮৩,৭৫০ টাকায়। জিএসটি যোগ করে ৮৬,২৬২.৫০ টাকা। গয়নার সোনাও কর বাদে ৭৯,৬০০ টাকা ছুঁয়ে প্রথম বার ৮০ হাজারের দোরগোড়ায়। কর নিয়ে ৮১,৯৮৮ টাকা।
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে-র দাবি, চড়া দামের কারণেই গয়না কিনতে ক্রেতার জন্য ঋণের সুবিধা চালুর দাবি করা হয়েছিল বাজেটে। যাতে টাকা মাসিক কিস্তিতে শোধ (ইএমআই) করা যায়। তা যখন মেলেনি, এ বার অন্তত জিএসটি কমানো হোক। বাজারে ক্রেতা কমার আশঙ্কায় প্রমাদ গুনছেন ব্যবসায়ীরা।
রাখালচন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীন চন্দ্র বলেন, “গয়নার দাম কম রাখতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিল ছাড়া গয়না বেচেন। এতে সরকার রাজস্ব হারায়। জিএসটি কমালে সেই প্রবণতা কমতে পারে।’’ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের দাবি, গয়না বিক্রি কমায় সব থেকে ধাক্কা খাচ্ছেন ছোট ব্যবসায়ী। আরও বেশি আতান্তরে কারিগরেরা। কারণ বরাত কমায় অনেকের মজুরি তলানিতে ঠেকেছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)