ফাইল চিত্র।
কাঁচামালের মূল্যবৃদ্ধির জন্য ছাপার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল ছাপাখানা মালিকদের সংগঠন পশ্চিমবঙ্গ মাস্টার প্রিন্টার্স অ্যাসোশিয়েশন (ডব্লুবিএমপিএ)। ছাপার খরচ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে।
গত এক বছর ধরে কাঁচামালের দাম প্রায় নিয়মিত বাড়ছে। ছাপার কালি, রসায়নিক-সহ অন্যান্য কাঁচামালের দাম গত দু’বছরে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে সংগঠনটি তার সদস্যদের নিয়ে একটি বৈঠকে বসে। সেই বৈঠকেই এই দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনটি ওই বিবৃতিতে জানিয়েছে, লাগাতার মূল্যবৃদ্ধির কারণে তারা বাধ্য হচ্ছে ছাপার খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বাড়াতে। এই সিদ্ধান্ত না নিলে তাদের পক্ষে ব্যবসা চালানো কঠিন হয়ে যাচ্ছিল বলে সংগঠনটি জানিয়েছে।
১৯৩৬ সালে রাজ্যে ছাপাখানার মালিকদের সংগঠন পশ্চিমবঙ্গ মাস্টার প্রিন্টার্স অ্যাসোশিয়েশন তৈরি হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy