Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Flat Price

সাত শহরে দামি আবাসন

দিল্লিতে গত বছরের এপ্রিল-জুনে যেখানে প্রতি বর্গফুট আবাসনের দাম ছিল ৮৬৫২ টাকা, সেখানে এ বার তা বেড়ে হয়েছে ১১,২৭৯ টাকা। অন্য দিকে কলকাতায় দাম ৭৭৪৫ টাকা।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৫:০২
Share: Save:

এপ্রিল-জুনে কলকাতা-সহ দেশের বড় আটটি শহরে ফ্ল্যাট-বাড়ির গড় দাম বেড়েছে ১২%। সবচেয়ে বেশি বেড়েছে দিল্লিতে, প্রায় ৩০%। আর সবচেয়ে কম কলকাতায়, ৬ শতাংশের কিছু বেশি। এই তথ্য উঠে এসেছে আবাসন শিল্পের সংগঠন ক্রেডাই, কলিয়ার্স ও লাইসিস ফোরের সমীক্ষায়।

দিল্লিতে গত বছরের এপ্রিল-জুনে যেখানে প্রতি বর্গফুট আবাসনের দাম ছিল ৮৬৫২ টাকা, সেখানে এ বার তা বেড়ে হয়েছে ১১,২৭৯ টাকা। অন্য দিকে কলকাতায় দাম ৭৭৪৫ টাকা। আগের বার ছিল ৭৩১৫ টাকা। সমীক্ষা বলছে, প্রথম সারির আটটি বৃহৎ শহরের মধ্যে সাতটিতেই ফ্ল্যাট-বাড়ির দাম বেড়েছে। একমাত্র চেন্নাইতে স্থির। দাম বৃদ্ধির তালিকায় দিল্লির পরে বেঙ্গালুরু। বৃদ্ধির হার ২৮%। পুণে ও আমদাবাদে তা ১৩%। হায়দরাবাদ আর মুম্বই মেট্রোপলিটন এলাকায় দাম বৃদ্ধির হার ৭%।

ক্রেডাইয়ের সর্বভারতীয় সভাপতি বোমান ইরানি বলেন, “গত এক বছরে দেশে আবাসন ক্ষেত্রে চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। তারই প্রভাব পড়েছে দামে। গড়ে ১২% দাম বৃদ্ধি প্রমাণ করে মানুষ আবার বাড়ি কিনছেন।’’

অন্য বিষয়গুলি:

Flat price Kolkata Flat Housing Complex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy