Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Share Market

বাজারে গতি, সঙ্গী সতর্কবার্তাও

এ দিন ৯৪১.১২ পয়েন্ট উঠে ৭৪,৬৭১.২৮ অঙ্কে থেমেছে সেনসেক্স। নিফ্‌টি ২২৩.৪৫ পয়েন্টে বেড়ে ২২,৬৪৩.৪০। তবে সূচকের উত্থানে সংস্থাগুলির শেয়ার সামগ্রিক ভাবে সাড়া দেয়নি।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০৫:২৮
Share: Save:

বিশ্ব বাজারের পরিস্থিতি অনুকূল থাকা সত্ত্বেও গত শুক্রবার ৬০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল সেনসেক্স। লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলাই ছিল মূল কারণ। আশা ছিল, সোমবার এশিয়ার বাজার উঠতে শুরু করলে তাঁরা আর অন্য রাস্তায় হাঁটেবন না। হয়েছেও তা-ই। আগের দিনের ক্ষতি পুষিয়ে বাড়তি কয়েক ধাপ এগিয়েছে ভারতীয় শেয়ার বাজার। যদিও বাজার বিশেষজ্ঞদের সতর্কবার্তা, নির্বাচনের ফল পর্যন্ত সূচক অস্থির থাকবে।

এ দিন ৯৪১.১২ পয়েন্ট উঠে ৭৪,৬৭১.২৮ অঙ্কে থেমেছে সেনসেক্স। নিফ্‌টি ২২৩.৪৫ পয়েন্টে বেড়ে ২২,৬৪৩.৪০। তবে সূচকের উত্থানে সংস্থাগুলির শেয়ার সামগ্রিক ভাবে সাড়া দেয়নি। মাঝারি মাপের শেয়ারের সূচক এগিয়েছে ০.৭৯%, ছোট শেয়ারের ০.০৭%। যা সেনসেক্স (১.২৮%) বা নিফ্‌টির (১%) ওঠার চেয়ে কম। বিএসই-র শেয়ারগুলির মধ্যে ২০১৫টি এগিয়েছে। দাম পড়েছে ১৮৯৪টির। তবে ওই বাজারে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ারমূল্য হয়েছে ৪০৬.৫২ লক্ষ কোটি টাকা। যা রেকর্ড। আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ঋণনীতির অপেক্ষায় সতর্ক মুদ্রার বাজারেও ডলারের নিরিখে টাকার দাম কমেছে। ১ ডলার ৭ পয়সা বেড়ে হয়েছে ৮৩.৪৫ টাকা।

বাজার মহলের ব্যাখ্যা, নির্বাচনের সময়ে কিছুটা অস্থিরতা স্বাভাবিক। তবে অর্থনীতির প্রধান শর্তগুলি শক্তিশালী থাকায় সূচককে ধারাবাহিক ও বড় সংশোধনের মুখোমুখিও হতে হয়নি। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী জানাচ্ছেন, আমেরিকায় ঋণপত্রের ইল্ড কমেছে। একে সুদ হ্রাসের ক্ষেত্রে অন্যতম মাপকাঠি হিসেবে ধরে সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ। ইরান-ইজ়রায়েল সংঘর্ষের আশঙ্কা স্তিমিত হয়েছে। তীব্র তাপপ্রবাহ সত্ত্বেও আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপরে ভিত্তি করে ভাল বর্ষার আশাও করছেন লগ্নিকারীরা। এ সবের প্রভাব পড়েছে বাজারে। তবে তাঁর বার্তা, ‘‘ভূ-রাজনৈতিক অবস্থা কোন দিকে গড়াবে তা বলা যাচ্ছে না। ভোটের সময়ে বাজার সাধারণত অস্থির থাকে। সরকার গঠন পর্যন্ত দোলাচল চলবে।’’

এ দিন এশিয়ার বাজারে গতির পাশাপাশি, সূচককে এগোতে সাহায্য করেছে আইসিআইসিআই ব্যাঙ্কের মুনাফা বৃদ্ধি। তাদের শেয়ার দর ৫% বৃদ্ধির প্রভাব পড়েছে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে। ভাল বেড়েছে পরিকাঠামো শিল্পের শেয়ারগুলিও।

অন্য বিষয়গুলি:

Share Market Stock Market Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy