রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে টানা দু’বার সুদের হার (রেপো রেট, যে সুদ তারা বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয়) কমানোয় এবং আগামী দিনে আরও কমানোর বার্তা দেওয়ায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, ভারত এ বার ফের কম সুদের জমানায় ঢুকছে। বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণে সুদ কমানোও তাই শুরু হয়ে গিয়েছে গত সপ্তাহে শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গে। সোমবার সেই তালিকায় পা রাখল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই), ব্যাঙ্ক অব মহারাষ্ট্রও।
গ্রাহকদের কিছুটা সুরাহা দিয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই রেপো ভিত্তিক ঋণে সুদের হার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে তা নেমে এসেছে ৮.২৫ শতাংশে। এর ফলে গাড়ি-বাড়ি ঋণ শোধের মাসিক কিস্তির (ইএমআই) বোঝা কিছুটা হলেও কমবে। খরচ কমায় উপকৃত হবেন সাধারণ মধ্যবিত্ত ঋণগ্রহীতা। নতুন এবং পুরনো গ্রাহকেরা এর সুবিধা পাবেন। অন্য দিকে, ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের গ্রাহকেরাও পাচ্ছেন একই রকম সুবিধা। ২৫ বেসিস পয়েন্ট কমে তাদের সুদ নামছে ৮.৮ শতাংশে।
যদিও ঋণগ্রহীতারা স্বস্তি পেলেও উদ্বেগ বাড়চ্ছে সুদ নির্ভর মানুষ, বিশেষত প্রবীণ নাগরিকদের। কারণ, গ্রাহকের আমানতেও সুদের হার কমিয়েছে এসবিআই। সেই হার ১০-২৫ বেসিস পয়েন্ট। এর ফলে ১-২ বছরের মেয়াদে ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমে হয়েছে ৬.৭০%। ২ থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতগুলিতে নেমে হচ্ছে ৬.৯০%। আগে ছিল ৭%। অন্য দিকে সেভিংস অ্যাকাউন্টে সুদ কমিয়েছে বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা নামিয়ে নিয়ে এসেছে ২.৭৫ শতাংশে। যা দেশের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে কম।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)