সংশ্লিষ্ট মহলের অভিযোগ, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফের মতো করসাশ্রয়ী প্রকল্পকে এ বারও ব্রাত্য করে রাখা হল। ফলে করদাতাদের লাভ হল না। প্রতীকী ছবি।
নতুন বছরের দোরগোড়ায় এসে ফের একটু হাঁফ ছাড়লেন স্বল্প সঞ্চয় প্রকল্পে লগ্নিকারীদের অনেকে। তবে সকলে তাতে শামিল হতে পারলেন না এ বারও। কারণ, সেপ্টেম্বরের মতো এই দফার সুদ বৃদ্ধির ঘোষণাতেও নেই পিপিএফের মতো প্রকল্প। কর বাঁচাতে সাধারণ মানুষের অন্যতম যাবল-ভরসা। সুরাহা পায়নি সুকন্যা সমৃদ্ধি, রেকারিং ডিপোজ়িট, সেভিংস ডিপোজ়িট। শুক্রবার অর্থ মন্ত্রক জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ১.১ শতাংশ বিন্দু পর্যন্ত সুদ বেড়েছে জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি), সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (এসসিএসএস), কিসান বিকাশ পত্র (কেভিপি), ১-৫ বছরের মেয়াদি জমা এবং মাসিক আয় প্রকল্পে।
সংশ্লিষ্ট মহলের অভিযোগ, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফের মতো করসাশ্রয়ী প্রকল্পকে এ বারও ব্রাত্য করে রাখা হল। ফলে করদাতাদের লাভ হল না। একাংশের দাবি, কিছু প্রকল্পে যে হারে সুদ বেড়েছে, তা-ও চড়া মূল্যবৃদ্ধির নিরিখে সামান্য। নেট দুনিয়ায় আছড়ে পড়েছে কটাক্ষ, ‘‘সৎ করদাতাদের জন্য এটা মোদী সরকারের উপহার।’’ কেউ বলেছেন, ‘‘দুর্ভাগ্যজনক, এ বারও পিপিএফে সুদ বাড়িয়ে মধ্যবিত্ত আয়ের মানুষদের সুরাহা দেওয়ার যোগ্য মনে করা হল না।’’ কারও মন্তব্য, ‘‘সুদ আর একটু বেশি বাড়তে পারত।’’
সরকারি মহলের অবশ্য বার্তা, গত বারের চেয়ে এ বার বেশি সংখ্যক প্রকল্পে সুদ বেড়েছে। প্রবীণদের স্বার্থে এসসিএসএস-এ টানা দু’বার সুদ বাড়ল। স্বস্তি দিতেই তালিকায় আছে এনএসসি। যেখানে লগ্নিতে করছাড় মেলে। আর্থিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের মতে, স্বল্প সঞ্চয়ে সুদ বাড়াতেই হত। ব্যাঙ্ক আমানতে সুদ বৃদ্ধির জেরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল তারা।
চড়া মূল্যবৃদ্ধির আবহে দীর্ঘ দিন এই সব প্রকল্পে সুদ বৃদ্ধির দাবি উঠলেও টানা ন’টি ত্রৈমাসিক তা বদলায়নি কেন্দ্র। রিজ়ার্ভ ব্যাঙ্ক নাগাড়ে ২২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোয় আমানতে ইতিমধ্যেই সুদ বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। শেষে গুজরাত, হিমাচল প্রদেশে ভোটের আগে গত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য কিছু স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ায় কেন্দ্র। এ বার ১২টি প্রকল্পের মধ্যে আটটিতে বেড়েছে ২০ থেকে ১১০ বেসিস পয়েন্ট। সর্বোচ্চ এক থেকে তিন বছরের মেয়াদি জমায়। অল্প এসসিএসএস, মাসিক আয় প্রকল্প, এনএসসি, কেভিপি-তে। এ সব ক্ষেত্রে সুদের আয় করযোগ্য।
স্বল্প সঞ্চয়ের বেশিরভাগই জনপ্রিয় ডাকঘরে। জেলা বা গ্রামীণ এলাকা তো বটেই, শহরেও ডাকঘরের বহু গ্রাহক এগুলির উপরই নির্ভর করেন। তবে ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নির্মল দাসের বক্তব্য, এখনও অনেক ব্যাঙ্কের চেয়ে স্বল্প সঞ্চয়ের সেভিংস অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আমানতে সুদ বেশি। সেই হার বাড়ায় ফের প্রকল্পগুলিতে আগ্রহ বাড়বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy