শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তাহের প্রথম দিন কোনও মতে সবুজের ঘরে শেষ করেছিল শেয়ার বাজার। মঙ্গলবারই আবার পতনের মুখে পড়ল সেনসেক্স, নিফটি। এ দিন দুপুরে এক বার পতনের মুখে পড়লেও মোটের উপর সূচকের নড়াচড়া তেমন ছিল না। দিনের শেষে সোমবারের তুলনায় ৭৮.২২ পয়েন্ট পড়ে ৬৫,৯৪৫.৪৭ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ৯.৮৫ পয়েন্ট নেমে ১৯,৬৬৪.৭০ পয়েন্টে থামল নিফটি।
সেক্টরগুলির তালিকায় মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ইন্ডাস্ট্রিয়ালস, এফএমসিজি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে স্মলক্যাপ ১০০, এফএমসিজি, স্মলক্যাপ ২৫০। অন্য দিকে, বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে আইটি, ব্যাঙ্ক, টেক। বিএসইতে শীর্ষে থাকা টেলিকম সেক্টেরের লাভের পরিমাণ ০.৯৭ শতাংশ। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে মিডিয়া, সরকারি ব্যাঙ্ক, আইটি।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের দ্বিতীয় দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে নেসলে ইন্ডিয়া, টাটা স্টিল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বজাজ ফিন্যান্স, এইচডিএফসি ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ইচার মোটরস, হিরো মোটোকর্প, নেসলে ইন্ডিয়া। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে টেক মহিন্দ্রা, ক্ষতির পরিমাণ যথাক্রমে ১.৩০ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় টেক মহিন্দ্রার পরে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, এশিয়ান পেন্টস, আইসিআইসিআই ব্যাঙ্ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy