সকাল থেকেই টালমাটাল অবস্থা বজায় ছিল শেয়ার বাজারে। সেনসেক্সে এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬২৭৬২ পয়েন্ট, সর্বনিম্ন সূচক ছিল ৬২৩৫৯ পয়েন্ট। একই অবস্থা বজায় ছিল নিফটিতেও। দিনের শেষে সেনসেক্স থামল ৬২,৪২৮ পয়েন্টে, নিফটি ১৮৪৮৭ পয়েন্টে।

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বৃহস্পতিবার সেক্টরগুলির মধ্যে সেনসেক্সে সবচেয়ে ভাল ফল করল রিয়্যালটি, হেলথ কেয়ার, স্মল ক্যাপ, ইউটিলিটি। প্রসঙ্গত বুধবারও ঊর্ধ্বমুখী ছিল রিয়্যালটি এবং ফার্মা। এ দিন নিফটি ৫০-এ বাজিমাত করল অ্যাপোলো হসপিটালস, সংস্থাটি বাজারদর ৪.১৬% বেড়েছে। সেনসেক্সে লাভবান হয়েছে টাটা মোটরস, ইউনিলিভার, এশিয়ান পেন্টস। অন্য দিকে মাসের প্রথম দিন সেনসেক্সে সর্বোচ্চ ক্ষতির তালিকায় ভারতী এয়ারটেল, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক।
আরও পড়ুন:
৩১ মে জিডিপি ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীরা তাকিয়ে ছিলেন বৃহস্পতিবারের শেয়ার বাজারের দিকে। পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়ে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.২%। প্রধানমন্ত্রী যা নিয়ে সন্তোষপ্রকাশ করলেও শেয়ার বাজারে দিনটা আশানুরূপ গেল না।