—প্রতীকী ছবি।
লক্ষ্মীপুজোর আগের দিনেই বাজারে পতন। গতকাল লাভের মুখ দেখার পর আজ আবার শেয়ার সূচক নিম্নগামী। মঙ্গলবার ১৫ অক্টোবর ১৫২.৯২ পয়েন্ট কমেছে সেনসেক্স। সপ্তাহের দ্বিতীয় দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জ ৮১ হাজার ৮২০ পয়েন্টে এসে থেমেছে। অন্যদিকে, আজ নিফটিতেও পতন লক্ষ্য করা গিয়েছে। ৭১ পয়েন্ট নিচে নেমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক থমকেছে ২৫ হাজার ৫৭ পয়েন্টে।
গতকালের মতো আজও সকালে বাজার খুলতেই বৃদ্ধি পেয়েছিল শেয়ার বাজারের সূচকগুলি। পুজোর মধ্যে প্রায় অধিকাংশ দিনই সূচক নিম্নমুখী থাকার পর লক্ষ্মীপুজোর মুখে ফের আশা জাগিয়েছিল শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রায় ৬০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। ১৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছিল নিফটি। ফলে সোমবার ১৪ অক্টোবর বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দিন শেষে প্রায় ৮২ হাজার ও ২৫ হাজারের গণ্ডি টপকাতে সমর্থ হয়।
মঙ্গলবার সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ০.২৭ শতাংশ অর্থাৎ ২২৩.৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮২ হাজার ১৯৬ হয়েছিল। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক অর্থাৎ নিফটি প্রায় ০.২৬ শতাংশ অথবা ৬৫.৮৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২৫১৯৩.৮০-এ। আজ নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ০.৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল বলে শেয়ার বাজার সূত্রে খবর। এদিন এ দিন ব্যাঙ্ক, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির স্টকে বৃদ্ধি দেখা গিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, এইচসিএল টেকের মতো সংস্থাগুলি শেয়ারে লাভের মুখ দেখেছে। রিলায়্যান্স, উইপ্রো, টাটা মোটরের মতো সংস্থা শেয়ারে পতন দেখা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy