Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Stock Marker Closing Bell

আদানির স্টকে পতন সত্ত্বেও রুখে দাঁড়াল বাজার, ৮০ হাজারের উপরেই থামল সেনসেক্স

এক দিনের মধ্যেই ফের শেয়ার বাজারে দেখা গেল রকেট গতি। সেনসেক্স ৮০ হাজার পেরিয়ে যাওয়ায় লগ্নিকারীদের মুখের হাসি চওড়া হয়েছে।

Sensex Nifty close higher on 27 November 2024 amid rebound in Adani stocks dgtl

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:০৭
Share: Save:

মহারাষ্ট্রের সরকার গঠনকে কেন্দ্র করে এখনও কাটেনি জটিলতা। তার মধ্যেই লগ্নিকারীদের জন্য ফের সুখবর। বুধবার, ২৭ নভেম্বর আবারও ৮০ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। নিফটির সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ৮০ পয়েন্ট। উল্লেখ্য, মঙ্গলবার, ২৬ নভেম্বর সেনসেক্স ৮০ হাজার ছাপিয়ে গেলেও বৃদ্ধির লেখচিত্র ছিল নিম্নমুখী। এক দিনের মধ্যেই বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দেখা গিয়েছে খুশির হাওয়া।

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ৮০,২৩৪.০৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। ২৩০.০২ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে এর সূচক। অর্থাৎ, ০.২৯ শতাংশ চড়েছে বাজার। সকালে ৮০,১২১.০৩ পয়েন্টে খোলে বিএসই। এই বাজার দিনের মধ্যে সর্বোচ্চ উঠেছিল ৮০,৫১১.১৫ পয়েন্টে।

অন্য দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) খোলে ২৪,২০৪.৮০ পয়েন্টে। দিনের শেষে এই বাজারের সূচক নিফটি পৌঁছয় ২৪,২৭৪.৯০ পয়েন্টে। অর্থাৎ, ৮০.৪০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে এনএসই। শতাংশের নিরিখে এর অঙ্ক ০.৩৩। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩৫৪.৫৫ পয়েন্ট স্পর্শ করেছে নিফটি।

এনএসইতে এ দিন ঊর্ধ্বমুখী ছিল মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক। ০.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এই সমস্ত কোম্পানির শেয়ারের দাম। ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের দর বেড়েছে ১.৩৫ শতাংশ। নিফটিতে এনার্জি, মিডিয়া, পিএসই এবং সংকর ধাতুর সূচক ০.৭০ থেকে ১.৫০ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে সর্বাধিক লাভ করেছেন ফার্মা সংস্থাগুলির লগ্নিকারীরা। পাশাপাশি রিয়্যাল এস্টেট সংস্থাগুলির স্টকের গ্রাফ নেমেছে ০.৫ শতাংশ। এ দিন আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থার শেয়ারের দর ছিল নিম্নমুখী।

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লি যাবে মহারাষ্ট্রের নবনির্বাচিত ‘মহাজুটি’ জোটের শীর্ষনেতারা। ফলে লক্ষ্মীবারেই মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই ২৮ তারিখও বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Sensex up Sensex Nifty Up Share Bazar News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy