প্রতীকী ছবি।
কোভিড-১৯ টিকার মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার সাফল্যের খবর মেলার পরেই শেয়ার বাজার চনমনে হওয়ার ইঙ্গিত মিলেছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বিহারে বিধানসভা ভোটের গণনায় এনডিএ জোটের অগ্রগতির আঁচ মেলারও ইতিবাচক প্রভাব পড়ল বাজারে।
এ দিন বাজার খোলার কয়েক ঘণ্টার মধ্যেই সেনসেক্স প্রায় ৬৫১ পয়েন্ট (১.৫৩ শতাংশ) বেড়ে ৪৩ হাজারের অঙ্ক ছুঁয়ে সর্বকালীন রেকর্ড তৈরি করে। শেষ পর্যন্ত তা পৌঁছয় ৪৩,২৪৮ পয়েন্টে।
শেয়ার সূচক নিফটি প্রায় ১৬৪ পয়েন্ট (১.৩১ শতাংশ) বেড়ে পৌঁছয় ১২,৬২৪ পয়েন্টে। তবে দুপুর গড়াতে বিহারে ভোট গণনার শ্লথগতির ইঙ্গিত মেলে। এরপর কিছুটা নেমে ৪৩,১২৯ পয়েন্টে থিতু হয় সেনসেক্স। নিফটি নেমে আসে ১২,৫৯২ পয়েন্টে।
আরও পড়ুন: উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র, ঝাড়খণ্ডে কঠিন লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ভাই
আরও পড়ুন: বিহার ভোটের চূড়ান্ত ফল আসতে গড়াবে মধ্য রাত, জানাল নির্বাচন কমিশন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy