প্রত্যাবর্তন করল ভারতীয় শেয়ার বাজার। সবুজে ফিরল সেনসেক্স ও নিফটি। মঙ্গলবার বাজার খুলতেই ঝোড়ো ব্যাটিংয়ের ফলে চাঙ্গা হল দালাল স্ট্রিট। ভালুকের আক্রমণ প্রতিহত করে ঘুরে দাঁড়াল ষাঁড়। হতাশার মেঘ কেটে হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে। সোমবার বাজার থেকে উধাও হওয়া ১৯ লক্ষ কোটির মধ্যে বেশ কিছুটা ফেরত এসেছে বিনিয়োগকারীদের ঘরে। সোমবার মহাপতনের পর মঙ্গলবার সকাল থেকে সব ক’টি সেক্টরেই শেয়ার কেনার ধুম পড়ে যায়। দিনের শুরুতেই সেনসেক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিনের শেষে ১০৮৯.১৮ পয়েন্ট বেড়ে ৭৪ হাজার ২০৭ পয়েন্টে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বেড়েছে নিফটিও। ১.৬৯ শতাংশ বেড়ে নিফটি দিন শেষ করেছে ২২ হাজার ৫৩৫ পয়েন্টে। দিনের সর্বোচ্চ পর্যায়ে সেনসেক্স ১,৭০০ পয়েন্টেরও বেশি বেড়ে ৭৪,৮০০-এর উপরে চলে যায়। নিফটি ৫০ পাঁচশো পয়েন্ট বেড়ে দুপুর দেড়টা নাগাদ ২২,৬৫০-এর উপরে ঘোরাফেরা করছিল।
আরও পড়ুন:
শেয়ার বাজার সূত্রে খবর, এ দিন সমস্ত ক্ষেত্রের শেয়ারের দর বেড়েছে। সোমের মহাপতনে যে সমস্ত সংস্থার শেয়ারে ধস নেমেছিল, তাদের বেশির ভাগই মুনাফার মুখ দেখেছে। মূলধনী পণ্য, ভোগ্যপণ্য, এফএমসিজি, তেল ও গ্যাস, পিএসইউ, রিয়্যালটি, টেলিকম, মিডিয়া ২-৪ শতাংশ বেড়েছে। বিএসই মিডক্যাপ সূচক ১.৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ২ শতাংশ বেড়েছে। একমাত্র পাওয়ার গ্রিড কর্পোরশনের শেয়ার সূচক নিম্নমুখী ছিল।
আরও পড়ুন:
বাজার বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, বৈশ্বিক বাজারেও স্থিতাবস্থা ফেরার সুফল পেয়েছে ভারতের শেয়ার বাজার। গোটা এশিয়ার ইকুয়িটি বাজার ঘুরে দাঁড়ানোর ফলে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে। এ ছাড়াও মার্কিন শুল্কনীতির পরিবর্তনের আশায় চাঙ্গা হচ্ছে বিনিয়োগ বাজার। বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী শুল্কনীতিতে সম্ভাব্য বদলের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি, গাড়ি এবং কনজ়িউমার ডিউরেবলের মতো ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য লাভ হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, সোনার দাম বৃদ্ধির ফলে শক্তিশালী রাজস্ব বৃদ্ধির পর টাইটানের শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।