Advertisement
E-Paper

টানা পাঁচ সেশনে রকেট উত্থান শেয়ার বাজারে! সপ্তাহের শুরুতেই ৮৫৫ পয়েন্ট বেড়ে আধিপত্য বজায় রাখল ষাঁড়

দুর্বল মার্কিন ডলার ও ব্যাঙ্কিং সেক্টরের দুই মহারথী আইসিআইসিআই ও এইচডিএফসির মোটা টাকা আয়ের ফলে সোমবারও সবুজ রইল সেনসেক্স ও নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ৮৫৫.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৯ হাজার ৪০৮.৫০ বন্ধ হয়েছে।

Sensex and Nifty both are high

—প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:০২
Share
Save

ডলারের চাহিদা কমেছে বিশ্ব জুড়ে। টানা চড়তে থাকা আমেরিকান ডলারের মূল্য পড়তে শুরু করতেই চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কাজের দিনের লাভের মুখ দেখল সেনসক্স ও নিফটি। টানা পাঁচটি কাজের দিনে ষাঁড়ের দাপাদাপি বজায় রইল শেয়ার বাজারে। দুর্বল মার্কিন ডলার ও ব্যাঙ্কিং সেক্টরের দুই মহারথী আইসিআইসিআই ও এইচডিএফসির মোটা টাকা আয়ের ফলে সোমবারও সবুজ রইল সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ৮৫৫.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৯ হাজার ৪০৮.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে। শতাংশের হিসাবে যা ১.০৯ বেশি। নিফটির সূচক ২৭৩.৯০ পয়েন্ট বা ১.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ১২৫ পয়েন্টে স্থির হয়েছে।

সোমবার বাজার খুলতেই তরতরিয়ে বেড়েছিল বাজারের মূল সূচকগুলি। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ০.৭২ শতাংশ অথবা ৫৬৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৭৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ০.৬১ শতাংশ বেড়ে ২৪ হাজার ছুঁইছুঁই । ব্যাঙ্ক, তথ্যপ্রযুক্তি, বেসরকারি ব্যাঙ্ক, ওষুধ, ধাতু, নির্মাণশিল্পের সূচক বেড়েছে তরতরিয়ে।

টানা পাঁচ দিন বিনিয়োগকারীরা লাভের মুখ দেখতে পাওয়ায় বাজার চাঙ্গা হওয়ার আশায় রয়েছেন বাজার বিশেষজ্ঞেরা। অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এ বার সুদিন ফিরতে চলেছে বাজারে। আশাতীত ভাবে বাজার উঠেছিল শেষ চারটি কাজের দিনে। মোট ৪৭০৮ পয়েন্ট লাফ দিয়ে সেনসেক্স পৌঁছে যায় ৭৮,৫৫৩ পয়েন্টে। ১৪১৯ পয়েন্ট বেড়ে নিফ্‌টি ছুঁয়েছিল ২৩,৮৫২ অঙ্ক। সোমবারও সেই স্থিতাবস্থা ফেরার ফলে অনেকটাই স্বস্তি ফিরেছে লগ্নিকারীদের মনে।

গত সপ্তাহে ২০২৪-২৬ অর্থবর্ষ ও তার শেষ তিন মাসের হিসাবে ভাল ফলাফল উপহার দিয়েছে বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। শেষ তিন মাসে এইচডিএফসি ব্যাঙ্কের নিট মুনাফা ৬.৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৭,৬১৬ কোটি টাকায়। একই মেয়াদে অন্য ব্যাঙ্কটি ঘরে তুলেছে ১২,৬৩০ কোটির লাভ, যা গত বছরের তুলনায় ১৭.৯৫ শতাংশ বেশি। এ সপ্তাহে শেয়ার বাজারে এই সব ফলাফলের প্রভাব দেখা যাবে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের একাংশের।

Sensex up Nifty Share market today

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}