কোন মেয়াদে কত সুদ হতে চলেছে তার একটা বিস্তারিত তথ্য দেওয়া হল।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৪:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
মধ্যবিত্তের জন্য ফের বড় ধাক্কা। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার ফিক্সড ডিপোজিটের (২ কোটি টাকা পর্যন্ত) সব রকম মেয়াদের জন্য নয়া সুদ ঘোষণা করল এসবিআই। কোন মেয়াদে কত সুদ হতে চলেছে তার একটা বিস্তারিত তথ্য দেওয়া হল।
০২১০
যেমন ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের সুদ এতদিন ছিল ৫.৭৫ শতাংশ। নয়া সুদ হার অনুসারে এ বার এতে সুদ মিলবে ৫.০০ শতাংশ।
০৩১০
৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত যেমন এতদিন ব্যাঙ্ক সুদ দিত ৬.২৫ শতাংশ হারে। সেই সুদের পরিমাণ এ বার কমে দাঁড়াবে ৫.৭৫ শতাংশ হারে।
০৪১০
১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত এতদিন যাঁরা ব্যাঙ্কে টাকা জমা রেখে ৬.৩৫ শতাংশ হারে সুদ পেতেন, তাঁদের সুদ ০.১০ শতাংশ কমে দাঁড়াবে ৬.২৫ শতাংশে।
০৫১০
এক বছর থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.২০ শতাংশ কমতে চলেছে। অর্থাৎ পরিবর্তিত সুদের হার দাঁড়াবে ৬.৮০ শতাংশ। এতদিন গ্রাহক ৭.০০ শতাংশ হারে সুদ পেতেন।
০৬১০
একই ভাবে ২ বছর থেকে সর্বাধিক ৩ বছর পর্যন্ত সুদের হার ৬.৭৫ থেকে কমে দাঁড়াল ৬.৭০ শতাংশ।
০৭১০
যাঁরা ৩ বছর থেকে সর্বাধিক ৫ বছর এসবিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে স্কিমে টাকা রাখেন, তাঁরা এবার থেকে ৬.৭০ শতাংশের পরিবর্তে ৬.৬০ শতাংশ হারে সুদ পাবেন।
০৮১০
আর সর্বাধিক সময় ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ নূন্যতম ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত যাঁরা টাকা জমা রেখেছেন ব্যাঙ্কে তাঁদের প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৬.৫০ শতাংশ। এতদিন এটাই ছিল ৬.৬০ শতাংশ।
০৯১০
এসবিআই সূত্রে খবর, আগামী মাসের ১ তারিখ থেকেই এই সংশোধিত সুদের হার চালু হবে।
১০১০
সম্প্রতি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছে এসবিআই। যাঁরা স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার কম রাখেন, গত ১ মে থেকে তাঁদের জন্য সুদের হার কমে গিয়ে হয় ৩.৫ শতাংশ।