প্রবীণদের জন্য মহা-সুযোগ। প্রতীকী চিত্র
দেশের বৃহত্তম ব্যাঙ্ক এক দারুণ সুবিধা নিয়ে এল গ্রাহকদের জন্য। পেনশনভোগী প্রবীণদের আর ব্যাঙ্কে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রইল না। যাঁরা পেনশনভোগী তাঁরা যে জীবিত রয়েছেন তার প্রমাণ দিতে হয়। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে। প্রবীণদের তা জমা দেওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিতেই এ বার নতুন পদ্ধতি নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ভিডিয়ো কলের মাধ্যমে জীবন প্রমাণপত্র জমা দেওয়া যাবে। গত ২৯ অক্টোবর এই সংক্রান্ত সিদ্ধান্ত টুইট করে জানিয়েছে এসবিআই। ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ব্যাঙ্কের তরফে এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে, ‘ভিডিয়োলাইফসার্টিফিকেট’। স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। সঙ্গে আধার ও ফোন নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। পদ্ধতিও খুবই সহজ।
কী কী করতে হবে—
প্রথমে স্টেট ব্যাঙ্কের পেনশন সংক্রান্ত ওয়েবসাইটে (www.pensionseva.sbi) যেতে হবে। এর পরে ‘ভিডিয়ো এলসি’ অপশন বেছে নিতে হবে। এখানেই দিতে হবে পেনশন অ্যাকাউন্টের নম্বর। ক্যাপচা পূরণের পরে সংশ্লিষ্ট ফোনে ওটিপি আসবে। তা ব্যবহার করলে একটি নতুন পাতা খুলবে। সেখানে ‘স্টার্ট জার্নি’ লেখায় ক্লিক করতে হবে। এর পরে ‘আই অ্যাম রেডি’ লেখায় ক্লিক করতে হবে। এই সময় হাতের কাছে প্যান নম্বর রাখাটা জরুরি।
এ সব পর্ব মিটে গেলেই স্টেট ব্যাঙ্কের প্রতিনিধির সঙ্গে ভিডিয়ো কল শুরু হবে। এই সময়ে আপনার ফোনে আসা চার সংখ্যা ভেরিফিকেশন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক প্রতিনিধি তাঁর কম্পিউটারে দেখানো নম্বর মিলিয়ে নেবেন। তিনিই গ্রাহকের হাতে প্যান কার্ড ধরা অবস্থায় একটি ছবি তুলে নেবেন। সেই ছবিই হবে জীবন প্রমাণপত্র।
Now submit your #LifeCertificate from the comfort of your home! Our #VideoLifeCertificate service launching on 𝟏𝐬𝐭 𝐍𝐨𝐯 𝟐𝟎𝟐𝟏 will allow pensioners to submit their life certificates through a simple video call.#SBI #Pensioner #AzadiKaAmritMahotsav #AmritMahotsav pic.twitter.com/SsyJjnCPlL
— State Bank of India (@TheOfficialSBI) October 29, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy