মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এখন থেকে মুকেশ অম্বানীর।
জল্পনা ছিলই। এ বার তা সত্যি করে জার্মান বহুজাতিক মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ভারতীয় ব্যবসা অধিগ্রহণের কথা ঘোষণা করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। যার হাত ধরে দেশে পণ্য বিক্রির সংগঠিত পাইকারি ব্যবসার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল মুকেশ অম্বানীর সংস্থাটি। তবে সূত্রের খবর ছিল এ জন্য ৪০০০ কোটি টাকারও বেশি দেবে তারা। তা সত্যি হয়নি। বৃহস্পতিবার রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স জানিয়েছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়ার পুরো অংশীদারি নিতে তারা ঢালবে ২৮৫০ কোটি টাকা।
২০০৩ সালে ভারতে প্রথম ব্যবসা শুরু করেছিল মেট্রো। বর্তমানে দেশের ২১টি শহরে রয়েছে ৩১টি পাইকারি বণ্টন কেন্দ্র। যার মাধ্যমে হোটেল, রেস্তরাঁ, বিভিন্ন সংস্থার অফিস, ছোট দোকানগুলিকে ফল, আনাজ, মুদি পণ্য, বাড়িতে ব্যবহারের সরঞ্জাম বিক্রি করে তারা। সব মিলিয়ে কাজ করেন প্রায় ৩৫০০ কর্মী। সেপ্টেম্বরের হিসাবে মোট বিক্রির অঙ্ক ৭৭০০ কোটি টাকা।
দেশের বিভিন্ন প্রান্তে ১৬ হাজারের বেশি বিপণি রয়েছে রিলায়্যান্স রিটেলের। আছে আজিয়ো, জিয়ো মার্টের মতো নেট বিপণি। এনেছে ইন্ডিপেনডেন্সের মতো মুদি পণ্যের ব্র্যান্ডও। সব মিলিয়ে দেশের সংগঠিত খুচরো বাজারের ২০% রয়েছে তাদের হাতে। বৃদ্ধির নিরিখে বিশ্বের দ্বিতীয় দ্রুততম রিটেল সংস্থাও তারা।
এ দিকে, প্রায় ৩৭২০ কোটি টাকায় রিলায়্যান্স ইনফ্রাটেল কেনা সম্পূর্ণ করল জিয়ো। দেউলিয়া আইনেভাই অনিল অম্বানীর সংস্থাটি কিনেছে দাদা মুকেশের জিয়ো। সেই সঙ্গে প্রায় ২০৭ কোটি টাকায় আমেরিকার এক্সিন টেকনোলজিসের ২৩.৩% কিনেছে মুকেশের সংস্থা রিলায়্যান্স স্ট্র্যাটেজিক বিজ়নেস ভেঞ্চার্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy