ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রিত শাসনের সঙ্গে তুলনা টেনে নাম না করে মোদী সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতির একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তাঁর বক্তব্য, বলপূর্বক গোটা ভারতের মুখ বন্ধ করিয়ে ব্যবসায় একচেটিয়া কর্তৃত্ব তৈরি করেছিল ব্রিটিশ সংস্থা। এখন ভারতের পরিস্থিতি ঠিক তেমনই। হাতে গোনা কয়েকটি সংস্থার হাতে গোটা শিল্প ক্ষেত্রের কর্তৃত্ব। বাকিরা আয়কর, সিবিআই, ইডি হানার ভয়ে নীরব। কংগ্রেসের আমলে উদ্ভাবন এবং প্রতিযোগিতার মাধ্যমে বহু সংস্থার উত্থান হয়েছিল। তারা এখন বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টক্কর দিচ্ছে। বিজেপি অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, কংগ্রেস নেতার দাবি তথ্যনির্ভর নয়।
সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকে আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে ক্রমাগত মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছে কংগ্রেস। নাম না করলেও এই নিবন্ধেও তার ব্যতিক্রম হয়নি। তবে একই সঙ্গে গৌতম আদানির মতো ‘মোদী ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত ব্যবসায়ীদের আশ্বস্ত করার ইঙ্গিতও রয়েছে সেখানে।
রাহুল লিখেছেন, দেড়শো বছর আগের পরিস্থিতি ফিরে এসেছে। বহু শিল্পপতি ভয়ে মুখ খুলতে পারছেন না। অথচ অতীতে ব্যবসার ভাল পরিবেশের সুযোগ নিয়ে অনেকে নিজেদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছেন। এই প্রেক্ষিতে বেশ কয়েক জন শিল্পপতি এবং বেশ কিছু সংস্থার উদাহরণ তুলে ধরেছেন রাহুল। একই সঙ্গে তাঁর সংযোজন, তিনি মোহনদাস কর্মচন্দ গান্ধীর আদর্শে অনুপ্রাণিত। দুর্বলকে রক্ষায় বিশ্বাসী।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)