অসাম্য, বেকারত্ব এবং মজুরি নিয়ে কেন্দ্রের উদ্দেশে অনেক দিন ধরে আক্রমণ শানিয়ে আসছে কংগ্রেস। এ বার সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সময়ে অর্থনীতি ঘিরে ব্যর্থতা, চড়া মূল্যবৃদ্ধি, কাজের অভাব এবং বিপুল পরিমাণে মিথ্যার উৎপাদন হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটাতে গেলে হাতে গোনা কিছু সংস্থার একচেটিয়া বাজার এবং সাধারণ মানুষের উপরে অন্যায্য কর চাপানো বন্ধ করতে হবে।
সোমবার লোকসভার বিরোধী দলনেতা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘মোদী সরকারের আমলে যদি কোনও কিছু বিপুল পরিমাণে উৎপাদিত হয়ে থাকে, তা হলে সেগুলি হল আর্থিক ব্যর্থতা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং মিথ্যা।... অন্যায় ভাবে কর নেওয়া বন্ধ করুন। নির্মূল করুন একচেটিয়া বাজার। ব্যাঙ্কের দরজা খুলুন। প্রতিভাধরদের সুযোগ দিন। তা হলেই অর্থনীতি গড়া, কর্মসংস্থান তৈরি এবং শক্তিশালী ভারত গঠনের কাজ শুরু হবে।’’ এ দিন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের দামের পতন নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, সংস্থাগুলিকে দুর্বল করে বিক্রি করতে চাইছে সরকার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)