কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে সুদ বাড়তে চলছে চলতি অর্থবর্ষে। সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে শনিবার এ কথা জানানো হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলেছিল ইপিএফে। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে ৮.২৫ শতাংশ হতে পারে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। তবে প্রথা মেনে মার্চেই কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের আমলে ইপিএফে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। এর পর ২০২২-২৩ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। লোকসভা ভোটের আগে সম্ভবত তা আরও বাড়তে চলেছে।