Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Gold and Silver Price

কলকাতায় গয়না সোনার দামে আগুন, রুপোর দরও ৮০ হাজারের দিকে, আতান্তরে সাধারণ ক্রেতা

রুপো নতুন করে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ১ কেজি খুচরো রুপো এবং রুপোর বাট ছুঁয়েছে যথাক্রমে ৭৭,৪০০ টাকা ও ৭৭,৩০০ টাকা। কর যোগ করলে যথাক্রমে ৭৯,৭২২ টাকা এবং ৭৯,৬১৯ টাকা।

An image of Gold and Silver

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ০৬:০০
Share: Save:

সোনার দাম আরও আগুন। জিএসটি ধরে ছাড়াল ৬৬ হাজারের মাইলফলক। ফলে গয়নার সোনাও আরও চড়ল। কর নিয়ে ৮০ হাজারের কাছে পৌঁছোল রুপো। কলকাতার বাজারে দুই ধাতুই নজিরবিহীন উচ্চতায়। ফলে এক দিকে আতান্তরে সাধারণ ক্রেতা। অন্য দিকে প্রমাদ গুনছেন গয়নার ব্যবসায়ীরা।

পাকা ও গয়নার সোনার দাম বাড়ছে ধনতেরসের পর থেকেই। শনিবার এক দিনে ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা দামি হয়েছে ৭৫০ টাকা। ছুঁয়েছে ৬৪,২০০ টাকা। জিএসটি নিয়ে ৬৬,১২৬ টাকা। ২১ দিনে বেড়েছে ৩৪৫০ টাকা। ২৪ ক্যারাট পাকা সোনার বাট ছিল ৬৩,৯০০ টাকা। কর-সহ ৬৫,৮১৭ টাকা। গয়নার সোনাও কর ধরে হয়েছে ৬২,৮৮১.৫০ টাকা। রুপো নতুন করে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ১ কেজি খুচরো রুপো এবং রুপোর বাট ছুঁয়েছে যথাক্রমে ৭৭,৪০০ টাকা ও ৭৭,৩০০ টাকা। কর যোগ করলে যথাক্রমে ৭৯,৭২২ টাকা এবং ৭৯,৬১৯ টাকা।

ক্রেতা মহলের দাবি, সব দামই মাথায় বাজ পড়ার মতো। যাঁদের বিয়ের জন্য অবিলম্বে গয়না না কিনে উপায় নেই, তাঁরা সব থেকে বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলছেন, সাধারণ
রোজগেরে বহু মানুষ ঘরের সোনা নিয়ে দোকানে আসছেন। দাম চড়তে শুরু করার পরে ভারির তুলনায় হালকাগুলি বেশি বিকোচ্ছিল। এখন পুরনো ভাঙিয়ে কিছুটা সুরাহা পাওয়ার চেষ্টা বেড়েছে। একাংশের দাবি, পরিস্থিতি ঘোরালো করেছে রুপো। অনেকে সোনার চড়া দামে ধাক্কা খেয়ে উপহারের জন্য রুপোর দিকে ঝুঁকছিলেন। কিন্তু এ বার তাতেও বহু ক্রেতা হাত ছোঁয়াতে পারবেন না।

গয়নার বড়-ছোট সব দোকানেই বিক্রি কমেছে বলে খবর। ছোটদের ঠেকেছে তলানিতে। ভবিষ্যতে ব্যবসার হাল নিয়ে চিন্তিত সকলে। মাথায় হাত পড়েছে গয়নার কারিগরদের। কারণ বরাত ক্রমশ কমছে। নদিয়ার পায়রাডাঙ্গার ছোট দোকানের মালিক রঞ্জিত রায় বলেন, “আমাদের খদ্দের স্থানীয় চাষি এবং ছোট ব্যবসায়ীরা। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ায় দেওয়ালে পিঠ ঠেকেছে। এত দামে কী করে তাঁরা গয়না কিনবেন! বিক্রি তলানিতে। আমাদের মতো ছোট গয়না ব্যবসায়ীদের মুছে যাওয়ার উপক্রম হয়েছে। অবিলম্বে পদক্ষেপ করা জরুরি।’’

বিক্রি কমার ফলে কাজ কমেছে তাঁদেরও, বলছেন বেলঘরিয়ার গয়নার কারিগর তারক চৌধুরী। তাঁর কথায়, “আমি এই এলাকার দোকানগুলির সমস্ত গয়নার ছিলা কাটার (ফিনিশিং) কাজ করি। গত এক সপ্তাহ ধরে হাতে কোনও কাজ নেই। আগামী দিন নিয়ে চূড়ান্ত দুশ্চিন্তায় রয়েছি।’’

জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেন দাম আরও বাড়ার আশঙ্কা করছেন। তাঁদের বক্তব্য, ‘‘বিশ্ব বাজারে সোনার দাম চড়ছে। ফলে চিন্তা বাড়ছে ভারতে। ২৪ ক্যারাটের দর ৭০ হাজারে ঠেকলেও অবাক হব না। সে ক্ষেত্রে হলমার্ক গয়নার সোনার দামও আরও উঠে যাবে।’’

পিসি চন্দ্র জুয়েলার্সের এমডি উদয় চন্দ্র বলেন, “বছর পঞ্চাশ আগে যখন ব্যবসায় ঢুকি, তখন সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ছিল ২০০ টাকার কম। এখন ১০ গ্রাম ৬৫,০০০ ছুঁইছুই। ব্যবসা তো উঠে যায়নি। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত হতে হবে। কম ওজনের নতুন নকশার গয়না তৈরির উপর জোর দেব।’’

অন্য বিষয়গুলি:

Silver Price Hike Silver Jewellery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy