Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Peerless

লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পিয়ারলেস

আগামী দিনে এগোনোর এটাই চাবিকাঠি, দাবি পিয়ারলেস কর্তৃপক্ষের। বার্তা, লাভের মুখ দেখেছে সব শাখা। লক্ষ্য, দু’বছরে ১০০০ কোটি টাকা আয়।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ০৪:৪৯
Share: Save:

অলাভজনক ব্যবসা গুটিয়ে নিয়ে লাভজনকে জোর। সেই নীতি অনুসারে সম্প্রসারণের জন্য স্বাস্থ্য পরিষেবা, আবাসন এবং হোটেল ব্যবসাকে বেছে নেওয়া— মূলত এই পরিকল্পনায় ভর করে মুনাফায় ফিরেছে পিয়ারলেস গোষ্ঠী। আগামী দিনে এগোনোর এটাই চাবিকাঠি, দাবি কর্তৃপক্ষের। বার্তা, লাভের মুখ দেখেছে সব শাখা। লক্ষ্য, দু’বছরে ১০০০ কোটি টাকা আয়।

গোষ্ঠীর এমডি জয়ন্ত রায় বলেন, ‘‘৫০০ কোটি টাকায় পিয়ারলেস হাসপাতাল ঢেলে সাজানো হচ্ছে। শয্যা ৫০০ থেকে বেড়ে হবে ৬৭০টি। একটি ক্যানসার ও অঙ্গ প্রতিস্থাপনের ইউনিট হবে। বারাসতে পুরনো হাসপাতাল কিনেছি। তা ১৫০ শয্যার হাসপাতালে পরিণত করা হবে। নতুন আবাসন প্রকল্পে ৫০০ কোটি ঢালব।’’

চেয়ারম্যান পার্থসারথি ভট্টাচার্য জানান, ২০১৪ থেকে আয়, মুনাফা কমছিল। ২০১৯-এর জুলাইয়ে শুরু হয় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া।২০২২-২৩ সালে গোষ্ঠী মোট ৬৫১ কোটি টাকা আয় করে, লাভ হয় ২১২ কোটি। গত অর্থবর্ষে তা বেড়ে হয়েছে যথাক্রমে ৯৬১ কোটি এবং ২৮৬ কোটি টাকা।

গোষ্ঠীকে ঘুরিয়ে দাঁড় করানোর ভারপ্রাপ্ত এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় সিন্‌হা বলেন, “গত অর্থবর্ষে অতটা আয় বৃদ্ধির অন্যতম কারণ ছিল আবাসন প্রকল্প অভিদীপ্তার সম্পূর্ণ হওয়া। ২০০ কোটি টাকা আয় হয়েছে সেখান থেকে। লাভও বাড়িয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Peerless profit-loss Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy