Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪

টানা ১১ মাস কমল যাত্রী গাড়ির বিক্রি  

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরার মতে, অর্থনীতির গতি কমার পাশাপাশি বন্যার ফলে উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রে ভাল রকম ধাক্কা খেয়েছে গাড়ি বিক্রি।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০১:৫৮
Share: Save:

চাহিদার অভাবে ক্রমাগত ধাক্কা খাচ্ছে গাড়ি শিল্প। উৎসবের মরসুমের আগে অবস্থা কিছুটা বদলাবে বলে আশা করেছিল তারা। কিন্তু গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম সেপ্টেম্বরের পাইকারি বিক্রির যে তথ্য শুক্রবার প্রকাশ করেছে, তাতে স্পষ্ট পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এই নিয়ে টানা ১১ মাস কমেছে সার্বিক যাত্রী গাড়ি বিক্রি। সব ধরনের গাড়ি মিলিয়েও পরিস্থিতি প্রায় এক। কিন্তু এর মধ্যেও আশা হারাতে চাইছে না শিল্প। তাদের দাবি, গত ১০-১২ দিনে গাড়ি বিক্রি অনেকটাই বেড়েছে। বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ভাল হতে পারে।

এ দিন প্রকাশিত তথ্য বলছে, সেপ্টেম্বরে সব ধরনের যাত্রী গাড়ি বিক্রি হয়েছে ২.২৩ লক্ষ। আগের বছর সেপ্টেম্বরে তা ছিল ২.৯২ লক্ষ। অর্থাৎ, এক বছর আগের তুলনায় বিক্রি কমেছে ২৩.৬৯%। একই ভাবে অর্থবর্ষের প্রথম দু’টি ত্রৈমাসিকে (এপ্রিল-সেপ্টেম্বর) বিক্রি কমেছে ২৩.৫৬%। চিন্তা বাড়িয়েছে মোটরসাইকেল এবং বাণিজ্যিক গাড়ি সংক্রান্ত তথ্যও। মোটরসাইকেলের বিক্রি কমেছে ২৩.২৯%, যে হার গত দু’দশকে সবচেয়ে বেশি। বাণিজ্যিক গাড়ির বিক্রি কমেছে ৩৯.০৬%। ২০০৯ সালের জানুয়ারির পর থেকে এত খারাপ পরিস্থিতি দেখা যায়নি বাণিজ্যিক গাড়ি বিক্রিতে।

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরার মতে, অর্থনীতির গতি কমার পাশাপাশি বন্যার ফলে উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রে ভাল রকম ধাক্কা খেয়েছে গাড়ি বিক্রি। রাজ্য সরকারগুলির বাস কেনা কমানো, বাজারে কম চাহিদার ফলে ভোগ্যপণ্য-সহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহণ কমার বিরূপ প্রভাব মূলত পড়েছে বাণিজ্যিক গাড়ির বাজারে। সিয়ামের বক্তব্য, চাহিদা কমার ফলে শোরুমগুলিতে বহু গাড়ি জমে রয়েছে। সেগুলি বিক্রি হওয়ার আগে তারা গাড়ি কিনতে চাইছে না। সেই সঙ্গে জিএসটি না কমার বিষয়টি তো আছেই।

গাড়ি বাজারের অবস্থা • টানা ১১ মাস কমল সার্বিক যাত্রী গাড়ির পাইকারি বিক্রি। • সেপ্টেম্বরে বিক্রি ২.২৩ লক্ষ। • আগের বছরের সেপ্টেম্বরে ছিল ২.৯২ লক্ষ। • অর্থাৎ, বিক্রি কমেছে ২৩.৬৯%।

বিক্রি কমার ছবি

সার্বিক যাত্রী গাড়ি (প্যাসেঞ্জার ২৩.৬৯
ভেহিক্‌ল)

যাত্রী গাড়ি ৩৩.৪০
(প্যাসেঞ্জার কার)

বাণিজ্যিক ৩৯.০৬
মোটর সাইকেল ২৩.২৯
মোট দু’চাকা ২২.০৯
তিন চাকা ৩.৯২
সব গাড়ি মিলিয়ে ২২.৪১
(সেপ্টেম্বরের বিক্রি কমা শতাংশে)

অর্থবর্ষের প্রথম ছ’মাসে • এপ্রিল-সেপ্টেম্বরে সার্বিক যাত্রী গাড়ির মোট পাইকারি বিক্রি ১৩.৩৩ লক্ষ। • আগের বছর একই সময়ে ১৭.৪৪ লক্ষ। • বিক্রি কমেছে ২৩.৫৬%। • এই সময়ে সমস্ত ধরনের গাড়ির বিক্রি কমেছে ১৭.০৮%।

তবু বছরের দ্বিতীয়ার্ধ নিয়ে আশার কথাই শোনাতে চাইছে শিল্প। তাদের বক্তব্য, বন্যায় গাড়ি বিক্রি ধাক্কা খেলেও পরের দিকে ভাল বর্ষার প্রভাবে চাষ ভাল হয়েছে। ফলে গ্রামের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। নবরাত্রিকে ঘিরে গত ১০-১২ দিনে গাড়ি কেনায় উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। উৎসবের মরসুমের ছাড় কাজে লাগাতে চাইছেন তাঁরা। গাড়ি বাতিলের নীতি এবং অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের সুফলও ভবিষ্যতে গাড়ি শিল্প পাবে বলে ব্যাখ্যা সিয়ামের।

অন্য বিষয়গুলি:

Cars Auto Mobiles Motor Vehicles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy